বিদ্রোহী কণ্ঠ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিদ্রোহী কণ্ঠ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
আমি মুমিন!
আমি মুসলিম!
আমি আল্লাহর একাত্ববাদে অবিচল,
আমি নই শিরকের পূজারী,
নই ছদ্মবেশী প্রাণ,
নই মুনাফিক চরিত্রের অধিকারী!
আমি বিদ্রোহী!
আমি বিপ্লবী!
আমি শাসকের মিথ্যা কণ্ঠকে চ্যালেঞ্জ জানাই,
আমি মিথ্যা ধর্ম ও স্বার্থপর চেতনার ধ্বংস করি!
আমি বলি—মানবতা প্রথম!
ধর্ম নয় মানুষের বন্দি,
সাম্যই আমার পতাকা,
ন্যায়ই আমার তলোয়ার।
আমি মুসলিম–অমুসলিমের সেতু বাঁধি,
আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই,
আমি কণ্ঠে বজ্র, হাতে আগুন!
ভোটের নামে ধর্ম বিক্রি,
ক্ষমতার জন্য বিশ্বাস খণ্ডন,
মৃত্যুর মত মিথ্যা রীতি—
আমি ভাঙি এই সব শৃঙ্খল,
আমি জাগাই জনতার ঘুম ভেঙে দেওয়া চেতনা!
আমি নই ধর্মান্ধ!
আমি আল্লাহভীরু!
ভয় নয়, ভক্তি আছে হৃদয়ে;
আমি কবর খুঁজি না অন্যের বিশ্বাসে,
আমি শ্রদ্ধা করি প্রতিটি মানুষের প্রতি।
লাল-সবুজের কাননে জুঁই, চ্যামেলী, পলাশ—
সবই মাতৃভূমির ফুল।
আমি নতশির করি না,
আমি আপনার ধর্ম ছেড়ে অন্যের ধর্মে যাই না।
আমি করি না কুফুরি কায়দায়,
আমি আদায় করি সত্য ও ন্যায়ের কীর্তি।
আমি বলি—রোজা আর পূজা এক নয়,
আযান আর উলধ্বনি এক নয়,
একটি ভোট নয় আঠারো কোটি মানুষের সোয়াব;
কে জান্নাতী, কে জাহান্নামী—
ফয়সালা এক আল্লাহ’র হাতে।
আহা! যে দেশ শাসকের মিথ্যা হাতছানি,
যেখানে ধর্ম বিক্রি হয় ক্ষমতার বাজারে,
আমি সেখানে বিদ্রোহ করি,
আমি সন্ত্রাস, অন্যায়, অসাম্যের বিরুদ্ধে আগুন ছড়াই!
আমি মুমিন!
আমি মুসলিম!
আমি মানবতার প্রহরী,
আমি নজরুলের বিদ্রোহী কণ্ঠের সজীব প্রতিধ্বনি।
উঠো!
শুনো!
আমার কণ্ঠের আগুনে জাগো!
ভয়কে ভাঙো!
অন্যায়কে ভস্ম করো!
মানবতার পতাকা উঁচু করো!
সত্য ও ন্যায়ের পথে হাঁটো—
বিদ্রোহী হও, বিপ্লবী হও!
---------------------------------
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।