ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র — হামদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র — হামদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ!
গণতন্ত্র বলে — “আমি মালিক, আমি আইন দেই,”
ইসলাম বলে — “ইন্নিল হুকু… ইল্লা লিল্লাহ!”
মানুষের রায়ে নয়, আল্লাহরই ন্যায়,
আল্লাহর পথে চল, দাস তুই শুধুই আজ।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
ইন্নিল হুকু… ইল্লা লিল্লাহ!
গণতন্ত্র বলে — “জনগণই খোদা, সংসদ আমার কিবলা,”
ইসলাম বলে — “লা ইলাহা ইল্লাল্লাহ!” — তাওহীদের জিবলা।
গণতন্ত্রের নেতা হয় মুনাফিক,
শূরার আমির আল্লাহরই আশিক।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
লা ইলাহা ইল্লাল্লাহ!
গণতন্ত্র চায় ভোটের ঝড়, প্রতিশ্রুতির হাওয়ায়,
ইসলাম চায় আদল ও ইখলাস — তাকওয়ার ছায়ায়।
সংখ্যা হয় রাজা, মিথ্যা জয়ী,
শূরায় সত্য রাজা, ন্যায় অটল বই।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
ইখলাসে চল, তাকওয়ায় চল!
গণতন্ত্র চায় চেয়ার, অহঙ্কারের সিংহাসন,
ইসলামের আমির কাঁদে — হাশরের জবাব আমার রোজন।
দলীয় রাজনীতি ভাঙে দুনিয়া,
ইসলাম বলে — “উম্মাহ ওয়াহিদা!” — ঐক্যই আলো।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
উম্মাহ ওয়াহিদা, আল্লাহর পথে!
গণতন্ত্রে নেতা হয় ফিরাউন, মিথ্যা রাজা,
ইসলামে আমির হয় উমর-বকর — ন্যায়ের সাজা।
মানবই বিধাতা নয়, আল্লাহই চূড়ান্ত,
শূরার ময়দানে সত্য ও নূরের আশান্ত।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
আল্লাহই চূড়ান্ত, মানুষ দাস!
ও মুমিন! উঠো — ফেরাও তাওহীদের শাসন,
তুমি দাস আল্লাহর — তিনিই সর্বশক্তিমান।
গণতন্ত্র নয়, আনো শূরাতন্ত্র — নূরের পথের শান,
যেখানে রাজা আল্লাহ, মানুষ শুধু ইমান।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
ইন্নিল হুকু ইল্লা লিল্লাহ!
উম্মাহ ওয়াহিদা, আল্লাহর পথে!
------------------------------------------
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।