ঈমানের বিচার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঈমানের বিচার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************************
আল্লাহ জানেন অন্তরের সব কথা,
মানুষ কী বোঝে, মুখে ধোঁয়ার খেলা!
প্রকাশ্য অবিশ্বাস! শোনো, ভয়ংকর,
পাথরে খোদাই—কাফের নামের আঁচ!

শির্কের ছায়া অন্তর ঢেকে দিলে,
যে ভাগ করে আল্লাহকে—পথভ্রষ্ট!
কোরআন চিৎকার করে, হাদিস বজ্রাঘাত,
হারানো সত্য, জান্নাতের পথ বন্ধ!

অনুমান জল্পনা কেবল ধোঁয়া,
যার ঈমান অজানা, লিখা হারাম।
ছোট ভুল, পাপ—মুমিনের বিরুদ্ধে অভিযোগ,
বিদ্রোহী হৃদয় বলে, “জ্ঞান ছাড়া কাফের নয়!”

হৃদয় শোনে, আল্লাহই সর্বদা বিচারক,
সত্য-মিথ্যার রেখা অটল, অদ্বিতীয়!
প্রকাশ্য অবিশ্বাস বা শির্ক ছাড়া,
কেউ কাফের নয়, কেউ হারানো নয়!

বিদ্রোহী চিত্ত বলো, মানুষ কেবল দেখাশোনা,
সকল বিচার আল্লাহর হাতে, নিখুঁত!
তাকওয়া পথে চলো, সত্যের দীপ্তিতে হেঁটো,
হৃদয় দাও আল্লাহর জন্য, রাখো ঈমান অটুট!

গর্জন করো, বিদ্রোহ করো, শব্দে শব্দে,
সত্যের পতাকা উড়িয়ে দাও অমর!
জ্ঞান ছাড়া কেউ কাফের নয়, মনে রেখো,
হৃদয় জ্বলো আল্লাহর জন্য, চিরন্তন তাণ্ডব!
------------------------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।