মৃত্যুঞ্জয়ী প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মৃত্যুঞ্জয়ী প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************

কখন যে তুমি অন্তরে ঢুকেছো,
হৃদয়ে ঝড় তুলেছো, তুফান বয়ে গেছে।
আজও বুঝি না তুমি স্বপ্ন নাকি বাস্তব,
রক্তকণিকায় এঁকেছো চিত্র আমার প্রাণে।
আমি খুঁজে ফিরি, তবু পাই না উত্তর,
তুমি কি আসলে এসেছ, নাকি ভাবনার খেলায়?

তুমি ঘৃণা করোনি, প্রত্যাখ্যানও করোনি,
শুধু বাতাসে ছুঁয়ে গেছ অশ্রুর বিন্দু।
আমি বলতে পারিনি – “আমি তোমায় ভালোবাসি”,
কিন্তু প্রতিটি নিঃশ্বাসে উচ্চারণ করেছি তোমাকে।
প্রেমের তরঙ্গ থামবে না কখনো,
মৃত্যু পর্যন্ত চলবে, চিরন্তন হয়ে।

সমুদ্রের ঢেউ যেমন অবিরাম বয়ে চলে,
আকাশের পাখা যেমন দিগন্তে ছুটে যায়,
এ প্রেমও তাই, থামবার নয়, সীমাহীন,
লাভ, লালসা, কামনার ঊর্ধ্বে,
শুধুই পবিত্র অনুভূতি, স্বর্গীয় আলোয় ভরা,
যেখানে তুমি আমি মিশে যাই এক দীপ্তিতে।

হয়তো তুমি বুঝোনি, হয়তো আমি বলতে পারিনি,
তবু এই প্রেম, মৃত্যুঞ্জয়ী প্রতিজ্ঞা।
সময়ের সীমা পেরিয়ে, মৃত্যুরও ওপারে,
অক্ষয়, অবিনশ্বর, চিরন্তন আলোর মত।
এই প্রেমে আমরা, তুমি আমি, মিলিত চিরকাল,
মৃত্যুঞ্জয়ী হয়ে জাগ্রত হৃদয়ে থাকি চিরকাল।
---------------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।