কেমন নেতা চাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কেমন নেতা চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

বজ্রকণ্ঠ নেতা চাই, জনতার ঢেউ,
বুকফাটানো সাহস নিয়ে দাঁড়াবে অদম্য,
গুম-হত্যা লুন্ঠন চূর্ণ করবে বিদ্রোহে,
অন্যায়রেখা অতিক্রম করবে অচঞ্চল শৈশবে,
বিপদের মুহূর্তে কখনো পালাবে না,
নিশ্চল সত্যকে বলবে অগ্নিজ্বালা উদ্ভাসে।

নতজানু নয়, মাথা নত করবে না,
সত্য-বিজয় মুখে বলবে অচঞ্চলভাবে বিদ্রোহী,
মিথ্যা তাড়াবে ঝাঁঝালো শক্তি জ্বলে,
হিংসা প্রতিহিংসা অঙ্কুরিত হবে না রাজ্যে,
স্বদেশপ্রেম বুকের অগ্নিজ্বালা বুকে জ্বলে,
জনতার নেতা হবে, কারো দাস নয় কখনো।

স্বৈর্য, ফ্যাসিবাদ, মববাদ ধ্বংসিত হবে,
দখলবাজি, চাঁবাজি, সিন্ডিকেট অচল হবে,
সাম্য, ঐক্য, সম্প্রীতি গড়ে তুলবে নতুন,
মানবিক শাসক, জনতার প্রহরী সত্যিকারে,
আয়না ঘর নয়, নির্যাতন, অত্যাচার ছিন্ন হবে,
ভিন্নমতের প্রতি অটল শ্রদ্ধা প্রকাশিত হবে।

গণতন্ত্রের ডাক শুনবে প্রতিটি জনতা,
অন্ধকার দূর করবে ন্যায়ের দীপ প্রজ্জ্বলনে,
বজ্রকণ্ঠ নেতা হবে নির্ভীক, সাহসী, অপ্রতিদ্বন্দ্বী,
জনতার প্রহরী সত্যের পথে অদম্য, অবিচল,
মিথ্যার কাছে নত হবে না কখনো,
মানবতার জন্য অমল রক্ষক চিরজাগ্রত।

বিদ্রোহী বুকের ধ্বনি, ঝড়ের ছন্দ বাজাবে,
স্বদেশ প্রেমের উজ্জ্বল অগ্নিবীণা ছড়িয়ে দেবে,
হিংসা নয়, ক্ষুধা নয়, অন্যায় দূর করবে,
জনতার শক্তি হবে তার অস্ত্র, বীণা,
সাম্য, ঐক্য, সম্প্রীতি গড়ে তুলবে চিরন্তন,
বজ্রকণ্ঠ নেতা, জনতারই চিরশত্রু নয়।

নির্ভীক দৃষ্টি, অচঞ্চল মনের দীপ্তি,
বিপ্লবী চেতনায় বীরত্বের আলো জ্বালাবে,
নতুন দিনের সূর্য হবে তার প্রেরণা,
সত্যের পথ অদম্য, মিথ্যার শৃঙ্খল ভেঙে দেবে,
জনতার হৃদয় হবে তার আকাশের মুক্তি,
একমাত্র এই নেতা চাই, চিরস্থায়ী প্রেরণার দিশা।
-----------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।