নীরবতার প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নীরবতার প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ফাল্গুনের পাতায় ভেসে যায় নীরবতা,
ঝরে পড়েছে আমার হৃদয়ের অশ্রু।
তুমি দূরে, কোকিল ডাকছে ফুলের কাননে,
আমি শুনি, ছুঁতে পারি না তোমার সুর।
শৈশবের ভোরে হাসি তোমার আলো হয়ে,
প্রতিটি পাখি বলে তোমার অদেখা ভালোবাসা।
তুমি দাঁড়িয়ে ফুলের মাঝে, আমি ঝরে যাই,
ঝরা পাতার মতো, নদীর ঢেউয়ে মিশি।
একবার যদি বলো, হৃদয়ের সুর বাজে,
তুমি গাইবে গান, আমি শুনব ঝরনার ঢেউয়ে।
আজও তোমার ভালোবাসা রক্তে, নিশ্বাসে বাজে,
প্রকৃতির প্রতিটি রূপে, তুমি ভেসে থাকো।
নীরবতার প্রেমে ভেসে যায় মন,
তুমি কাছে, তুমি দূরে—সবই তুমি।
ফুলে, পাখিতে, ঝরনায়, বাতাসে, মাটিতে,
সবই বলে শুধু তোমার নাম উচ্চারিত।
হৃদয়ের নদী বয়ে চলে অচেনা পথে,
তোমার স্পর্শ খুঁজে পাই প্রতিটি ঢেউয়ে।
রোদ ও ছায়ার খেলা তোমার চেয়ে সুন্দর,
তুমি আমার জীবনের প্রেমময় ছায়া হয়ে এসো।
ফলক ও বাতাসে লুকানো সুরের মতো,
আমি তোমার ভালোবাসা শোনার অপেক্ষায় থাকি।
--------------------------------------
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।