নূরানী বিদ্রোহী গান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নূরানী বিদ্রোহী গান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

ইকরা! হে হৃদয়, জাগো, জাগো!
বিসমিল্লাহির রাহমানির রাহিমে ডুবে যাও।
ইকরা! পাঠ করো, জানো, ডাকি,
আল্লাহর নামে জীবন হোক আলোকিত!

মানুষ জন্মেছে এক অণু থেকে, অণু থেকে,
সৃষ্টির রহস্যে ডুবে যাক মন, আশা ভরে।
ইকরা! শিখো, বিদ্যা জাগাও, থেমো না কখনো,
আলোর পথে চলো, অন্ধকার ভেঙে যাও!

অজ্ঞরা কি দেখছে না, বিদ্রোহী তারা?
গর্ব ও অহংকারে ভরা, থামাতে চায় তারা।
ইকরা! ডাকো, ডাকো, বিদ্যার স্রোতে,
হৃদয়ে আলোর জ্যোতি জাগাও, অম্লান হোক আশা।

রক্তের অণু থেকে মানুষ গড়া,
নবীর আহ্বান শোনো, জ্ঞান ভরো মন ও হৃদয়।
ইকরা! পাঠ করো, বিদ্যার শক্তি নাও,
রবের নামে জীবন আলোকিত করো, করো, করো!


হাত, চোখ, কণ্ঠ, মন—সব দিয়ে ডাকো,
নবীর আহ্বান শোনো, অজ্ঞদের ছাপিয়ে যাও।
ইকরা! জ্ঞানী হও, বিদ্রোহী হও, ডাকি,
আল্লাহর নূরানী পথে চলো, চলো, চলো!

সৃষ্টির মহিমা বোঝো, রহস্যে ডুবে যাও,
পাঠের আলো, জ্ঞান, ঈমান—এ সব তোমার।
ইকরা! ইকরা! থেমো না কখনো,
বিদ্যার জ্যোতি তোমার জীবন আলোকিত করবে।

মানুষ হোক জ্ঞানের সৈনিক, আলোর দিশারী,
রবের নামে ডাকো, ডাকো, ডাকো—জীবন আলোকিত হোক।
ইকরা! ইকরা! জাগো, বিদ্রোহী চেতনায়,
নূরানী পথে চল, চল হে মানুষ, চল!
---------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।