অজান্তে তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অজান্তে তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

তোমাকে ইচ্ছে করে ভালোবাসিনি,
কিন্তু কখন যে তুমি ঢুকে পড়েছো হৃদয়ের নিঃশব্দ প্রাঙ্গণে—
জানি না, বুঝিনি, শুধু টের পেয়েছি—
তোমার নামেই কাঁপে এখন প্রতিটি নিশ্বাসের সুরভি।

তুমি এসেছিলে নীরবে,
প্রভাতের শিশিরের মতো—
অদৃশ্য, অথচ ভেজালে মনভূমি;
আমি তো ভাবিনি প্রেম, আমি তো চেয়েছিলাম শান্তি—
তুমি এলে ঝড় হয়ে, আলো হয়ে, আর অস্থিরতা হয়ে!

অনেক জিজ্ঞেস করেছি হৃদয়কে—
"সে কি সত্যিই তুমি?"
হৃদয় শুধু হাসে, বলে—
"হ্যাঁ, সে-ই তো, তোমার নীরবতার গানে যার প্রতিধ্বনি বাজে!"

তবু বলিনি কিছুই—
নিঃশব্দে লিখেছি বাতাসে,
বৃষ্টির ফোঁটায় লিখেছি,
চাঁদের আলোয় ছুঁয়ে দিয়েছি তোমার নাম—
তুমি কি টের পেয়েছিলে?

যখন কোকিল গেয়েছে বসন্তের প্রার্থনা,
যখন নদী ডেকেছে তীরের সুরে—
সেই তো ছিল আমার হৃদয়ের ভাষা,
যা পৌঁছেছিল তোমার কানে, আমার না-বলা “ভালবাসি” হয়ে।

আজ বলি কবিতায়, বলি স্বপ্নে—
আমি তোমাকে ভালবাসি!
অজান্তে, অনিচ্ছায়, অথচ নিঃশেষে—
যেন আকাশ ভালোবাসে সূর্যকে,
যেমন ঢেউ ভালোবাসে সাগরের গভীরতা।

তুমি যদি না-ও হও আমার, তবুও থেকো ভালো—
যেমন ফুল থাকে রোদে, বৃষ্টিতে, আর স্মৃতিতে।
কারণ তোমার হাসিই আমার প্রার্থনা,
তোমার সুখই আমার অব্যক্ত কবিতা।

এই কবিতায় প্রেম নিঃশব্দ অথচ চিরস্থায়ী—
ভালোবাসা এখানে কোনো দাবি নয়,
এ এক গভীর আত্মস্বীকার।
------------------------------------------------------


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।