তুমি ছিলে নিঃশব্দে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি ছিলে নিঃশব্দে
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমল্লো
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************

তোমাকে ইচ্ছে করে ভালোবাসিনি,
তবু তুমি এলে প্রভাতের ছায়ায়।
চোখের পলকে ঢেউ তুলেছিলে—
মনের নিরালায়, নিঃশব্দ হাওয়ায়।

অজান্তে তুমি ঢুকে পড়েছো প্রাণে,
হৃদয় বলে — তুমি, শুধু তুমি জানে!

জিজ্ঞেস করেছি মনকে বারবার,
"সে কি তুমি, না কল্পনার ছায়া?"
মন হেসে বলে— “তুই তো বোকারে,
সে-ই তো প্রেম, সে-ই মায়া।”

তুমি ছিলে নিঃশব্দে,
তবু তোমায় শুনেছি বাতাসের গানে।
তুমি ছিলে নিঃশব্দে,
তবু কেঁদেছি তোমারই টানে।

বলিনি কখনো "ভালোবাসি" তোমায়,
তবু চাঁদ বলেছে, “তুই তারই দয়ায়।”
বৃষ্টির ফোঁটায় বাজে তোমার নাম,
প্রেমের সুরে ভেসে যায় অবিরাম।

তুমি কি শুনেছিলে কোকিলের তানে—
আমারই গোপন স্বীকারোক্তি গানে?
তুমি ছিলে নিঃশব্দে,
তবু আমার সব কথায় তুমি আছো জানে।

অনেকবার বলেছি নিজেরে মনে—
“তুমি আমার নও, ভুলে যাই তাকে।”
তবু হৃদয় বলে নিঃশেষ সুরে—
“সে-ই তো রয়ে গেছে হৃদয়ের পুরে।”

ভালোবাসা ইচ্ছে নয় কোনোদিন,
এ তো জন্ম নেয় অজান্তে বেদনাবিন।
তুমি ছিলে নিঃশব্দে,
তবু তুমি ছুঁয়েছো এই প্রাণে!

যেথায় থাকো, থেকো আলোয়,
তোমার হাসিই হোক আমার ভালোয়।
তুমি যদি না-ও হও আমার,
তবু রবে হৃদয়জুড়ে, অনিবার!

তুমি ছিলে নিঃশব্দে,
তবু আমার প্রতিটি নিশ্বাসে বাজে।
তুমি ছিলে নিঃশব্দে...
তুমি ছিলে নিঃশব্দে... আমার ভালোবাসায়।
------------------------------------------


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।