মনে কি প্রশ্ন জাগে?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মনে কি প্রশ্ন জাগে?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************

হৃদয় কি লাল-সবুজে অগ্নি দগ্ধ হয়?
পতাকা কি আমার হাতে অটল অদম্য হয়?
সোনার বাংলার গান কি অন্তরে বাজে?
ত্রিশ লক্ষ রক্ত, দুই লক্ষ বোনের ত্যাগ সাজে।

আমি কি বিশ্বাস করি, এই মাটি আমার?
দেশদ্রোহীর প্রতি কি ঘৃণা জাগে আর?
ক্ষমতার লোভে বন্ধু হলে স্বদেশ কোথায়?
আমার মনে প্রশ্ন জাগে, হানাহানি স্রোতে বাজে।

নৈরাজ্য, হিংসা, গুম, খুন-লুট, কেন?
অপরদেশের দালাল কেন এখানে রাজে?
রাজনৈতিক বিভেদ, বৈষম্য, চোখ রাঙানো, কেন?
অপমান, অধিকার বঞ্চিত, জনতা কেমন রাজে?

সুদ, ঘুষ, লুট-তরাজ, মুক্তিযুদ্ধের মর্যাদা?
মুক্তিযোদ্ধার অপমান, আমি কি সইতে পারি?
স্বাধীনতার পথে বিভেদ, স্বপ্নের দেশে কেন বাজে?
আমার অবদান কোথায়, স্বদেশ গড়ার রাশিতে সাজে?

ক্ষমতার নেশায় দেশ কি বন্ধুর লোভে ঝরে?
জাতির তরে আমি কি সত্যি জীবন খরচ করি?
বিপ্লবী চেতনায় যদি হৃদয় না জাগে, কি হবে?
সত্য, ন্যায়, স্বাধীনতা কি আমরা কখনো বাঁচি?

প্রতিটি রক্তের বিনিময়ে স্বদেশ গড়েছি আমরা,
এখন কি আমরা ভুলে গেছি সেই যজ্ঞের দামা?
নতুন প্রজন্মের স্বপ্নে কি বাজে সেই বিজয়?
মনে প্রশ্ন জাগে, স্বাধীনতার আলো চিরকাল সাজে।

হৃদয় যদি জাগে, বিদ্রোহের শিখা আরও লাল হয়,
পতাকা উড়ুক অটল, অদম্য, সকল চোখে যাঁল হয়।
--------------------------------------------------


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।