প্রতিবেশীর হক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রতিবেশীর হক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

প্রতিবেশী আমার, তুই ঈমানের আলো,
তোর হাসিতে দেখি রবেরই ভালো।
তুই কাঁদলে কাঁদে নবীর নয়ন,
তুই হাসলে জাগে জান্নাতের ধ্বনন!

জিবরাইল এলেন, দিলেন বানী —
“ভুলিস না রে মানুষ, সে তোর জানি!”
পাশের ঘরেও রবেরই পথ,
তোর ঈমানে তারই হক!

ক্ষুধার্ত সে যদি থাকে দরজায়,
তুই কি খাস সুখে, মধুর ভোজে হায়!
রাসুল বলিলেন — “ঈমান তার নাই,
যে ক্ষুধার্ত দেখে, কাঁদে না ভাই।

কষ্টে যদি সে নিঃস্ব হয়ে রয়,
তুই কি তবুও শান্তির স্রোতে বই?
তুই জানিস না, আল্লাহ দেখেন সব,
কার কাঁদা হৃদয়ে মেলে রবের রব।

সে অসুস্থ হলে, খোঁজ নে রে ভাই,
এটাই তো মুমিনের পরিচয়।
সে মরিলে দোয়া দে তোর মুখে,
জান্নাত হাসে তোরই সুখে।

দেয়ালের পারেও রক্তের টান,
মানুষের সেবায় রবের দান।
প্রতিবেশী যদি ভালোবাসা পায়,
আল্লাহর রহমত ঝরেঝরে যায়।

“কষ্ট দিও না”— নবী বলেছিল,
ঈমানের দীপ সে তাতে জ্বলেছিল।
যে হৃদয় রাখে ভালো পাশের প্রাণ,
সেই হৃদয়েই ঈমানের গান!

প্রতিবেশীর হক — প্রেমের আয়াত,
মানুষে মানুষে জান্নাতের প্রভাত।
আল্লাহর পথে যার দৃষ্টি রয়,
সে কারো কষ্টে হাসিতে নয়।

চলো তবে গাই, মানবতার গান,
এই তো ইসলামের আসল আহ্বান।
প্রতিবেশী তোর, তুই তারও ধন,
এই প্রেমেই মেলে রবের অনুক্ষণ।

প্রতিবেশী তোর জান্নাতের সোপান,
তার সুখে জাগে ঈমানের গান।
যে তার হক দেয়, পায় আল্লাহর দোহাই,
সে জান্নাতের পথেই হাঁটে নির্ভয়!
-------------------------------------------------


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।