হাফেজের মর্যাদা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হাফেজের মর্যাদা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হৃদয়ে যার কালাম খোদার, সে তো নূরের পুতুল,
ওর ঠোঁটে বাজে আসমানের গান, ফেরেশতার ফুল।
দুনিয়া তারে চেনে না হয়তো, আসমান চেনে ঠিক,
ওর বুকে রয় আল্লাহর বাণী— সেথায় রহমত লিখ।

তার চোখে জ্বলে লাইলাতুল নূর, তার মুখে আসমান,
প্রতিটি অক্ষর জিকির হয়ে যায়, বাজে কুরআনের গান।
যে সুরে সে পড়ে, ফেরেশতা নামে, দোলে সিদরা সিনা,
“ইকরা ওয়ারকা”—আলোর ডাকে, জান্নাত হয় তার চিনা।

কিয়ামতের ময়দানে যখন, সকল প্রাণে ভয়,
কুরআন বলিবে—“প্রভু, সে আমার, তারে দাও আশ্রয়!”
আল্লাহ বলিবে—“পড়ো ও উঠো, যত আয়াত তোর,”
তোর মঞ্চ হবে জান্নাতে যত উচ্চে তুই পড়।

তার মায়ের মাথায় মুকুট রবে, জ্বলবে সূর্যের ছায়,
পিতার চেহারায় ফেরদৌসের হাসি, আলোয় ভাসায়।
ধন্য সে গৃহ, ধন্য সে প্রাণ, হাফেজ যেখানে রয়,
আল্লাহর বাণী যারে ছুঁয়েছে, সে তো নবীনময়।

ইসলামের তানে বলি আজ—
“হে হাফেজ, তুই আল্লাহর গান,
তোর কণ্ঠে জ্বলে আরশের ধ্বনি, তুই দীন ইসলামের প্রাণ!”
তোর মুখে নূরের ঝরনা ধ্বনি, তোর চোখে রহমতরাঙা,
তুই কুরআনের জীবন্ত শপথ, দুনিয়া তোরই চাঁদে ভাঙা!
-------------------------------------------------


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।