নারী পুরুষের প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নারী পুরুষের প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
হৃদয় জাগে, চোখে চোখে আগুন,
স্বপ্নে ভেসে আসে তোমার মধুর বাণীর গুন।
আলোর মতো প্রেম, শান্তি আর স্নেহের ধার,
প্রকৃতির দান, আল্লাহর অমুল্য উপহার।
নরম বাতাসে ভেসে আসে অন্তরের সুর,
তোমার স্পর্শ নয়, চাহনিতে খোঁজে প্রেমের পুর।
বিবাহের বন্ধনে বাঁধা হোক প্রিয়ের হাত,
হালাল প্রেমে ছড়াক বরকত, শান্তির বাত।
হারাম প্রেমের আগুন নয়, নয় অবাধ ছায়া,
নিয়ম মেনে চলা প্রেমে জাগুক রোদেলা মায়া।
স্নেহে ভরা হৃদয়, বিশ্বাসে পূর্ণ প্রাণ,
সম্মান রাখুক প্রেমে, ভাঙুক না কোনো বাঁধার গান।
চাঁদের আলোয় ভেসে আসে তোমার হাসির রেশ,
নদীর স্রোতে ঝরে প্রেমের মধুর বেলাশেষ।
একাকী দেখা নয়, নয় লাজুক খেলা,
শরীয়তের রেখায় প্রেম হোক অমল ধারা।
হৃদয়ে সযত্নে রাখো ভালবাসার তীর,
সতর্কতা, নৈতিকতা, আল্লাহর আশীর্বাদ ভীর।
প্রেম মানে অধিকার নয়, মানে স্নেহ আর বিশ্বাস,
এই সীমায় জাগুক চিরন্তন ভালবাসার প্রকাশ।
---------------------------------------------
০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।