অন্যায়ের বিরুদ্ধে মহাবিদ্রোহ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অন্যায়ের বিরুদ্ধে মহাবিদ্রোহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
অন্যায় জ্বলে ক্বলবে, দাঁড়াও, রুখো শত্রু
সচের তরবারি হাতে, মাথা নত করো না
নীরব নয়, সাকুত নয়, বিদ্রোহ জ্বলে অন্তরে
অধিকার লুণ্ঠনের সঙ্গে নয়, দাঁড়াও, অগ্নি জ্বেলে
যেখানে লুটপাট, সেখানে দাঁড়াও, রুখো অবিচার
নবী বলেছে, প্রতিরোধ করো, অন্তরে ঘৃণা রাখ
তারিকি দূর হোক, আলো ছড়াক বিদ্রোহে
রণের তরবারি হাতে, দাঁড়াও, ঝাঁঝিয়ে করো রণ
ক্বলব জ্বলে, চুপচাপ নয়, চিৎকারে হও সাহসী
ন্যায় প্রতিষ্ঠার তরে, দাঁড়াও, মাথা নত করো না
অবিচারের আগুনে জ্বলে উঠুক ন্যায়ের অগ্নি
সচের পতাকা উড়ুক, দাঁড়াও, মুক্তির ডাক শুনাও
বিদ্রোহী হৃদয় জ্বলে, অন্ধকারের সৈন্য কাঁপুক
নবীর নির্দেশে দাঁড়িয়ে তুমি করো বিদ্রোহ
আল্লাহর পথে দাঁড়াও, শক্ত হাতে ন্যায় প্রতিষ্ঠা করো
দারিদ্র্য, জুলম, অবিচার মুছে দাও
অন্যায় দেখলেই মাথা উঁচু করো, চুপচাপ নয়, চিৎকারে হও
বিদ্রোহের সুরে জ্বলে অন্তর, দাঁড়াও, দুনিয়ায় সত্য জ্বলে
মুক্তির তরবারি হাতে, ন্যায় প্রতিষ্ঠার ডাক শুনাও
দাঁড়াও, সত্যের পথে যুদ্ধে অচল হও না কখনও
---------------------------------------------------------
০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।