রক্তের দাগ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্তের দাগ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
আজো বাতাসে ঘেঁষে আসে লাশের গন্ধ,
মাটিতে রক্তের ছাপ – নিষ্ঠুর, অমর আগের বন্ড।
ধর্ষিতার কাতর চিৎকার ভেসে যায় নিশিবেলা,
এই দেশ কি ভুলে গেছে সেই রক্তাক্ত দুঃস্বপ্ন মেলা?
মাটির গন্ধে লিপ্ত অতীতের সব শোক,
বুক বেঁধেছিল যারা – আজ তারা খুঁজে আঁধারের লোক।
রাত্রির গুহায় জেগে থাকা নিঃশব্দ প্রাণ,
আলোহীন খাঁচায় ভালোবেসে রেখেছে আর্ত করবান।
নষ্ট জন্মের লজ্জায় কুমারী জননী কেঁদে যায়,
স্বাধীনতা কি হবে এমন ফসল, যা ধূলায় মিশে যায়?
পিতাহীন মাতার কণ্ঠে বাজে আজও জাওহর,
জাতির পতাকা আজও ধরেছে পুরোনো শকুন নূর।
চালের গুদামে জমে অনাহারী মানুষের হাড়,
নিয়ন আলোয় দুলে দেহে বাজে ফিতনা আর তুফান।
চোখে ঘুম আসে না, রাত কাঁপে করুণ চোখরাবান,
নদীতে ভেসে যায় মানুষের পচা দেহের আঁধারে জাহান।
মুন্ডহীন বালিকার দেহ কুকুরে খাওয়া,
ভেসে ওঠে চোখে, থমকে যায় অন্তর।
রক্তের কাফনে মোড়া – কেউ খেয়েছে কুকুর, কেউ শকুন,
সে ছিল আমার ভাই, মা, পিতা – হারানো স্বজনের ছায়া মুনসুর।
স্বাধীনতা, সে আমার একমাত্র অমূল্য স্বপ্ন,
রক্তে কেনা ফসল, ত্যাগের আলমগীরি গগন।
ধর্ষিতা বোনের শাড়ী – আজ জাতির পতাকা,
বিদ্রোহী হৃদয়ে বাজে, কায়দার নাফাসে ফাগুনকা।
রক্তের শহরে জেগে থাকা সব কাফির-দরবেশ,
বন্দি খাঁচায় বাজে হিজরতের তুফানেশ।
বাজছে গুহায় জঙ্গলি সুর – সিয়াহ দুনিয়া,
স্বাধীনতা চেয়ে চেয়ে আসে – ইনকিলাবের নূরিয়া।
পাথরে খোদাই করে লেখা – অয্যাশী হোসেনি,
অগ্নিতে ঝলসে যাক দাসত্বের সব রাখেশি।
মৃত্যুর সেলাম দেয় কবরের মাসুমী,
উঠুক বিদ্রোহের পতাকা – রক্তে লেখা ফারিশ্তা।
আজো বাতাসে ঘেঁষে আসে লাশের গন্ধ,
মাটিতে রক্তের দাগ – বিদ্রোহের অনন্ত বন্ধ।
-------------------------------------------------------
০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।