এ রক্ত বিলাসিতার জন্যে নয়
- মুহাম্মাদ শরিফ হোসাইন
দেশে ভিনদেশী ভাষা,ভালো লাগার না
কণ্ঠশিল্পীর অভিনয়,সে দেখার নয়।
বালি পরা আমের পাতা,ভালো লাগার না
প্রযুক্তি শিক্ষার্থীর বর্ণের সন্ধান, কিঞ্চিৎ বেমানান
কিঞ্চিৎ বেমানান হয়।
মাথায় রক্ত তুলে,অকস্মাৎ
থেমে থাকা যায় কি বলো?
আমার রক্তে নিম্ন-মধ্যবিত্তের ছাপ,
এ রক্ত,ফেসবুক বিলাসিতার জন্যে নয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।