সংগ্রামী নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সংগ্রামী নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

আনিছুর রহমান আরিফ — নামেই গর্জে আগুনের ঘোষণা,
ঐতিহ্য গৃহের সন্তান, তবু রক্তে বিপ্লবের অনুপ্রেরণা।
পিতা মমিন উদ্দিন দর্জি, সাহসে গড়া তার অর্পণ,
পাবুর গ্রামের সূর্য সন্তান, অন্ধকারে আলো দান।

বিপ্লবী ছাত্র নেতা — রাজপথ যার ধ্বনি জানে,
লাঠি-গুলি-শ্লোগানে জেগে ওঠে তারই টানে।
স্বৈরাচার ভাঙা হাতে লিখেছে নতুন ইতিহাস,
তার চোখে জ্বলে মুজিবের আদর্শের আবেশ।

কাজি আজিম উদ্দিন কলেজে ছাত্রদের প্রাণ,
সাবেক জি.এস. — নেতৃত্বে জেগেছিলো তরুণ তরণ।
গাজীপুর জেলার ছাত্রলীগ সভাপতি সেই,
যার সাহসে আকাশে উঠেছিল লাল অক্ষরে “জয়!”

কেন্দ্রীয় কমিটিতে ছিলো তার আলোকধারা,
সত্য ও শৃঙ্খলার পথে ছিলো তিনি সারা।
কাপাসিয়া আওয়ামী লীগের সংগ্রামী অভিমান,
সাধারণ সম্পাদক, অক্লান্ত — নীতিতে অনমন প্রাণ।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তিনি,
জনতার পাশে দিনরাত দাঁড়ানো এক অগ্রণী।
ব্যবসায় সততার মশাল, চাঁদাবাজি মুক্তি,
দুর্নীতির মুখে তার চোখে জ্বলে বুদ্ধির যুক্তি।

জেল-জুলুমেও থামেনি তার কণ্ঠের গর্জন,
অন্যায়ের সামনে দেয়নি কোনো নতপ্রণয়ন।
মুজিবীয় আদর্শ তার বুকের দীপশিখা,
জনতার ভালোবাসা তার চিরন্তন নীড়িকা।

কাপাসিয়ার কৃতি সন্তান, প্রহরী আগুনে গড়া,
অসত্যের মুখে দাঁড়ানো সাহসের অমৃত ধারা।
সংগ্রামী নেতা — নাম তার ইতিহাসে লেখা,
বাংলার মাটিতে থাকবে চিরজাগ্রত রেখা।
------------------------------------------------


০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।