এসো আজ বিদ্রোহ করি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এসো আজ বিদ্রোহ করি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

বেজে উঠল সময়, রক্তে জ্বলে আগুন।
উঠো, ঘুম ভাঙুক শোষকের ভয় ভাঙ।
এসো আজ বিদ্রোহ করি, কণ্ঠে বজ্রগর্ভ।
শোষকের ঢাল ভাঙি, ক্রোধ জ্বলে চোখে।

হুজুম-ভণ্ডামি নয়, আমরা সত্যে জাগি আজ।
দুর্নীতি কপট মুখে আমরা দেবো শাস্তি।
অত্যাচার কাঁধে লাঠি, জেলজুলুম ছাপ রয়েছে।
দমন-পীড়ন নয়, হিংসা ভাঙি আমরা শক্তি।

বৈষম্যের দেয়াল ভাঙি, সমতার মাটি চাপে।
ফ্যাসিবাদী ছায়া কেটে, মুক্তি উড়ে আকাশে।
মববাদী মিথ্যা বিভ্রান্ত করে জনমানসের মন।
বিচারহীনতা থাকবে না, ন্যায় লিখি আমরা।

অপমান-অপদস্থরা দাঁড়াবে নতুন সম্মান মুখে উজ্জ্বল।
রক্তের ডাক জড়াবে প্রাণে, তেজে ভরে।
রুটি-অন্ন লালসা নয়, ক্ষুধা নেবে ন্যায়।
শৃঙ্খল ছিঁড়ে মৃত্যুপণ হাতে আন্দোলন গড়ি।

গোলামির দলিল ছিঁড়ে, ছায়া কেটে যাবে।
বেপরোয়া নেতারা দুর্নীতির নল ভাঙুক চির।
সারা দুনিয়া শোনুক, ন্যায় হোক সর্বত্র।
হট্টগোল, হিংসা, প্রতিহিংসা, বৈষম্য ফ্যাসিবাদ ভাঙি।

অপমান-অপদস্থ বিচারহীনতা সবই আমরা ফুঁড়ে দিবো।
এসো বিদ্রোহ করি, অদম্য তীব্র পথে।
নতুন সকাল জাগুক, ন্যায়ের সুর বাজুক।
এই বিদ্রোহে জ্বলুক স্বাধীনতার অমল দীপ।


০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।