দোয়ার আলোক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দোয়ার আলোক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
হে আল্লাহ, তুমিই রহমতের নূর,
জ্বালাও অন্তরে দোয়ার অমল জোয়ার।
ভুলে গেলে মনে করাও, হে প্রভু মেহেরবান,
তোমার নামে ভরে উঠুক অন্তর আলোর ধার।
হে করুণাময়, দাও আমাদের চোখের কুর্রা-ই-আইন,
সৎ পথে চলার জন্য করো আমাদের ইমতিহান।
রিজিক দাও পবিত্র, দাও সুখের সাহারা,
তোমার কৃপায় জ্বলে উঠুক দোয়ার আলোক তারা।
ভয় দূর করো, দুঃখের আঁধার অন্ধকার,
আমরা তুমিই ভরসা, হে ওহাব।
তোমার নামের ছায়ায় মিলুক শান্তি আর প্রকাস,
দোয়ার আলো জ্বলে উঠুক অন্তর চিরন্তন আশ্বাস।
হে প্রভু, ক্ষমা করো আমাদের ভার,
নির্ভীক করো হৃদয়, করো ন্যায়পথের সফর।
তোমার রহমতে ভরে উঠুক অন্তর জ্যোতির ঝর্ণা,
তোমার নামে গাওয়া দোয়া হোক চির আলোর বন্যা।
------------------------------------------------
০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।