সেফ এক্সিট কেন?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সেফ এক্সিট কেন?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

সাদা কাগজে লেখা তোমার ধোঁয়াটে নাম,
কেন লুকাইবে তুমি, ভয়কে মান্য করো প্রাণ?
হে নেতা, হে কাণ্ডারি, অন্ধকারে কেন তুমি ভয় পেয়েছো,
ছায়া-ছড়ায় পালাবে মসনদ, কি করে করবে মনকে শান্ত?

তুমি এলে ঝড় হয়ে, বয়ে আনে জনতার রক্ত,
কাঁধে কাঁপা মাটির গন্ধ, বাতাসে আগুনের স্পন্দন।
চোখে চোখে স্বাধীনতার বীর্য জ্বলেছে জ্বালায়,
নাহি কি জানো, মুখের আশা নয়, হৃদয় জ্বলে অন্তরে।

সেফ এক্সিট কেন?—অদেখা দরজার কাছে দাঁড়িয়ে,
কোন প্রলয়ে ভয় করলো, কোন সময়ে চেয়ে?
জাতি চায়, তুমি থাকো, কাঁধে কাঁধ মিলায়,
বীরের দর্পে উচ্চাইয়া আগমন করো—পালাবার দরকার কী?

সৈনিকেরা নীরব, তবু কলিজা জ্বলছে আগুনে,
তারা শোনে রক্তের ডাক, তারা জানে শোষণের ব্যথা।
বিপ্লবী কি ভয় পায়? বিপ্লবীর হৃদয় জ্বলে লাল,
বলো—কিসে লুকাইবে, কিসে সহ্য করবে অবিচার?

মাটির গন্ধ চেনে তুমি—ফসল-খেত, কুয়াশার ভোর, নদীর স্রোত,
এই মাটিতেই জন্মেছে তোমার নাম, তোমার বিদ্রোহের গল্প।
কেন ছেড়ে যাবে ঘর, চারণ, মানুষের আশা,
যেখানে প্রতিটি পদক্ষেপে জ্বলে বিদ্রোহের আগুন?

উত্তর দাও—ইতিহাস জিজ্ঞেস করবে,
কেন তুমি ব্যাকুল হয়ে, নিরাপদ কোণ খুঁজলে?
রক্তমাখা দেশ, জনতার অভিমানের আলো তোমার হাতে,
থাকো, লড়ো, বলো, জয় করো—সেই পথই প্রস্থানের নাম।

সেফ এক্সিট নয়—গর্জে ওঠে বিদ্রোহের সুর,
বুকের ওপর ঘুরে বেড়ায় জনতার আগুনের তরঙ্গ।
ভয় প্রকাশ করলেও সাহস তা ছুঁড়ে ফেলে,
ইতিহাস জিতেছে তারা যারা দাঁড়িয়েছে, পালায়নি।

উঠো—বুক উঁচিয়ে জবাব দাও, নেতা, কাণ্ডারি,
কেন সেফ এক্সিট চাও? বলো, আমরা শুনব; না থাকলে জানব।
দেশ চায়—নিশ্চিন, গর্বিত, লড়তে প্রস্তুত,
পলায়ন নয়, প্রতিবাদে স্থিতি—এটাই জনতার শেষ কথা।
--------------------------------------------


০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।