মোবাইলের নেশা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মোবাইলের নেশা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

সকাল বেলা উঠি আমি, চোখে ঘুমের ছোঁয়া,
তবু হাতে মোবাইল নাচে, নোটিফিকেশনে হোঁচট খোঁয়া!

মা বলে— “ওগো খোকা, মুখ ধুয়ে নে আগে”,
আমি বলি— “একটু দেখি, কে দিলো ‘রাগে’!”

বাবা বলে— “পড়ার সময়”, আমি বলি— “দাঁড়াও,
এই যে ভাইরাল ভিডিওটা দেখি, হাসি একবার পড়াও!”

চোখের নিচে কালো দাগ, মাথা ধরে বাজে,
তবু আমি স্ক্রল করে যাই, ঘুম যায় আজে!

খাবার ঠান্ডা, ভাত শুকায়, মা দাঁড়িয়ে কাঁদে,
আমি তবু ফোনে দেখি, কে কারে আজ বাধে!

বন্ধু ডাকে— “চলো মাঠে, খেলি সবাই মিলে”,
আমি বলি— “নেট নাই ভাই, সময় নাই খেলে!”

বৃষ্টির ভেতর চাঁদ ওঠে, রঙধনু হাসে রে,
আর আমি ফোনের ভেতর ঘুরি, কারও চোখে ভাসে রে।

রাতে দেখি চোখ জ্বলে, মাথা ঘোরে ভার,
তবু ফোনটা রাখি না হাতে, নেশা অতি মার!

ফোনের ভেতর দুনিয়া আছে, রঙিন কত ছবি,
তবু মনের ভেতর অন্ধকার— আলো নাই কভি!

বাবা-মা চায় আলাপ একটু, বন্ধুরা হাসুক পাশে,
আমি তবু ফোনে বাঁচি, নিজেই নিজের ফাঁসে!

হঠাৎ দেখি চার্জ শেষ, ফোনটা গেল থেমে,
আমি তখন নিঃশব্দে চেয়ে থাকি অন্ধকারে নেমে।

তখন বুঝি— জীবন কত, রইল ফাঁকা খালি,
যে নেশাতে হারালাম সব, সে-ই মোবাইল ভাই ভাই!

যে মোবাইল বন্ধু হয়ে, দিচ্ছে জ্ঞানের আলো,
অতিরিক্তে সে-ই কিন্তু, করে মনকে কালো।
ব্যবহার কর মাপে মাপে, সময় রাখো বাঁচিয়ে,
না হলে মোবাইল ভাই— হাসবে তোমায় মুচকি দিয়ে!
-----------------------------------------------------


০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।