নেতার উত্থান-পতন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নেতার উত্থান-পতন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
উত্থানের সপক্ষে
----------------------------
এক ছিল স্বাধীন দেশ, ফুলের গন্ধে ভরা,
নেতা এল নতুন, হাসি তার মধুর ঝরা।
জনতার চোখে জ্বলল আশা, গলিতে বাজল গান,
মুখে মধুর ভাষা, হৃদয়ে সোনার মান।
লোভ ও দুর্নীতি
-----------------------------------
কিন্তু লোভের লাঠি মাথায় তুলে নিল সে,
দুর্নীতি, দখলবাজি লুকিয়ে রাখল গোপনে সে।
ফ্যাসিবাদী ছায়া জড়িয়ে দিল দেশকে আঁধারে,
প্রতিশ্রুতির খাতা ভরে গেল মায়ার ব্যাঙ্কারে।
মববাদ ও জোরজুলুম
------------------------------------------
মববাদের হুড়োহুড়ি, শাসনের ছায়া লেগে,
জোরজুলুম, অত্যাচার, শান্তির ঘরে রক্তের ঢেউ।
বন্ধু শত্রু বিভক্ত, শহর কাঁপে আতঙ্কে,
নগরীর বুক কাঁপে, মানুষ চুপচাপ ব্যথায় ভেঙে।
হত্যা, গুম ও বিশ্বাসঘাতকতা
-------------------------------------
নীরব রাতের আড়ালে, হত্যা ও গুমের খেলা,
বন্ধুর ঘায়ে খোঁচা, বিশ্বাসঘাতকতার ছায়া চলে ভেলা।
নাগরিকরা কাঁদে, লোভের ছায়ায় ভেসে যায় দিন,
সোনার স্বপ্ন মিলিয়ে যায়, বনে রক্তের কুয়াশা বিন।
পতন ও শিক্ষা
-------------------------------
জনতার চোখ খোলল, চিৎকারে ভেঙল মায়া,
নেতা হারালো আসন, লোভের বেষ্টনী ধূসর ধারা।
শিশুরা বলে হাসিমুখে, গান ভরা কণ্ঠে,
“যে লোভে বড়, সে ইতিহাসে ছোট হয়ে মুছে যায় অন্তে।”
সতর্কবার্তা
------------------------
অবিচার, অপসংস্কৃতি, শাসনের কালো ছায়া,
দেশে রাখুক সততা, ন্যায়, সত্যের আলোয় ছায়া।
তবেই উত্থান হবে দীপ্ত, পতন হবে দূর,
সকল কলঙ্কময় দিক ভুলে যাবে সবার সুর।
-------------------------------------------
০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।