ওরা রুদ্ধ করতে চায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরা রুদ্ধ করতে চায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*****************************************

ওরা রুদ্ধ করতে চায় প্রতিবাদীর কলমের ঝাঁপ,
কণ্ঠ থামাতে চায়, বন্ধ করতে চায় সত্যের আগুন-ছাপ।
সাংবাদিক চুপ, লেখক মুখে বাঁধা চুপচাপ,
তবু প্রতিবাদীর শ্বাসে জ্বলে বিদ্রোহের বজ্রধ্বাপ।

ইতিহাস মুছে ফেলো, তারা চায় কালো আঁধারে,
প্রতিবাদী দাগ করবে নতুন পাণ্ডুলিপিতে আগুন-তারে।
সংস্কৃতি যেন ধূলোর খন্ড—তোমরা চেপে ধরো যত দিক,
তবু সুর হবে বজ্র, বাঁশি-ঢোল, দাবির শিক।

ভয় তোমাদের গর্জন, ক্ষমতার কুচক্র,
প্রতিবাদীর বুক ভাঙে না, জ্বলে উত্তাল অগ্নিপথে।
শিকল ভেঙে যাবে মানুষের দাঁতে দাঁতে,
শব্দ ছুটবে গগনখাতে, দিগন্ত জুড়ে বিদ্রোহের লাহন।

প্রতিবাদী পালায় না, সে বসে ছায়ায় গাছের,
বপন করে বীজ, দহন করে অন্ধকারের আঁচল।
একদিন উঠবে ঢেউ, ছড়াবে আগুন-দীপ,
কলম-প্রতিবাদ হবে তরবারি, কণ্ঠের ধ্বনি বজ্রধ্বীপ।

ওরা রুদ্ধ করতে চাইলেও বলি—
প্রতিবাদী থাকবে মুক্ত, থামবে না কোনো ঘরে।
দশ দিকের বাঁধন ভেঙে, আকাশ ফুঁড়ে,
বিশ্ব-জগৎ দেখবে নিজের হাতের মুঠোয়।

আস হে প্রতিবাদী, ঝাঁপ দাও—সত্যের সঙ্গে লড়ো,
উচ্চস্বরে শিখর জুড়ে যাবে কণ্ঠের রণধ্বনি।
ওরা রুদ্ধ করতে চায়—তবু আমরা জ্বলে উঠব আগুনে,
প্রতিবাদী বলল—কলম ও কণ্ঠ মুক্ত, জাগুক নতুন দিগন্তে।
---------------------------------------------------


১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।