সত্য যে বানী
- শাওন সারথি

শুনিয়াছিলেম আমার মায়ের মুখে
যদি রাখো আদরে,
লুকায়ে হৃদয়ের চাঁদরে।
তবে থাকবে সুখে,
তখন দেখবে চোখে
করবে খেলা তোমা মধ্য রেখে!
আমি কৌতূহলে বলিয়াছিলেম
মায়ের কাছে,
কি ধন দিতে চাও, যা
শুধুই তোমার আছে?
সে তখন শুধাইল মোরে,
আমি যাহা দিতে চাই
তাহা পাইবেনা এই বিশ্ব ঘুরে।
যদি নিতে পারও তাহাকে
খুব আপন করিয়া,
তখনি পাইবে মোরে
তোমা অন্তর জুড়িয়া।
আমি তখন সে ধন নিলেম তুলিয়া,
বিস্ময়ে দেখিলাম তাহার কপাট খুলিয়া!
সেথায় আমার মায়ের
মুখের পাশে,
ঘন পূর্ণিমার চাঁদ
যেমন থাকে আকাশে,
তেমনি আলোয় রাঙিয়া
আমার বর্ণরা ভাসে!
তারা তখন বলিল মোরে
কাছে আসি,
অন্তরে কেবলি বপন কর
বাংলাকে ভালোবাসি।
তখনি দেখিবে
যা কিছু সব অন্যায়
আর অস্বচ্ছের প্রতিমা।
যেন তোমাতেই সব চূর্ণ করে
যেন তোমাতেই সূচনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।