বন্ধন ফাউন্ডেশন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বন্ধন ফাউন্ডেশন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

আজ মানবতার উল্লাসে—
মন নাচে মোর, প্রাণ হাসে মোর, আশা জাগে নব বিশ্বাসে।
আজ ভালোবাসার উৎসব আজ,
বন্ধন মেলায় সহস্র সাজ,
রাওনাট গ্রামের প্রানেরা সব মিলেছে এক পরিশুদ্ধ আশ্বাসে—
আজ মানবতার উল্লাসে!

যে হাতে ছিল দুঃখ মুছার শপথ,
যে চোখে ছিল শিক্ষার প্রদীপের রথ,
তারা জেগেছে আজ, এক মহাস্বপ্নে,
অরাজনৈতিক, বিশুদ্ধ প্রেমে—
বন্ধন নামের পতাকাতলে মানবতার আলোর আশ্বাসে।
আজ সেবার গানে দুলে ওঠে ধরণী,
আজ হৃদয় গায় ঐক্যের বাণী,
বলে, “আসো, বন্ধু, পাশে পাশে!”

আসো সবাই, হাতে রাখো হাত,
ভালোবাসার এই মানব রাত—
দুঃখীর মুখে ফুটবে হাসি,
বিদ্যার আলো জ্বালবে আকাশে,
বন্ধন ফাউন্ডেশনের আহ্বানে—
আজ সৃষ্টি সুখের উল্লাসে!

আজ কাঁদনও মধুর, হাসিও পবিত্র,
আজ কর্মই ধ্যান, মানবতাই মন্ত্র,
আসো আমরা গড়ি সে পৃথিবী,
যেখানে নেই বিভেদ, নেই হিংসা, নেই নীচতা,
শুধু দয়ার সুর বাজে, সেবার নিশ্বাসে—
আজ বন্ধন ফাউন্ডেশনের উল্লাসে!
আজ সৃষ্টি সুখের উল্লাসে!!
---------------------------------------------------------


১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।