তোরা সব যোগ দে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোরা সব যোগ দে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------------
তোরা সব যোগ দে, তোরা সব যোগ দে!!
ঐ রাওনাট গ্রামের আকাশে ভোরের আলো জ্বলে।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
বন্ধন ফাউন্ডেশন—অরাজনৈতিক, শিক্ষা ও সেবার পাথেয়,
যেকোন মানবিক প্রাণের জন্য উন্মুক্ত, হৃদয় মেলুক সুখে।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
শিক্ষার দীপ জ্বলে, সেবার সুর বাজে,
গ্রামের পথ-ঘাটে আনন্দের নাচে প্রতিধ্বনি।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
নবীন চেতনার তরঙ্গ ঘিরে রাখুক সকল মন,
অন্ধকার ভেঙে হোক আনন্দের নূতন স্রোত।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
মানবতার সোনালী বাতাসে মিলুক সবার প্রাণ,
রাওনাটের মাঠ-ঘাটে বাজুক বন্ধনের গান।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
রাত্রির নিস্তব্ধতায় জ্বলে ওঠুক শিক্ষা-আলো,
নব-সৃষ্টির আনন্দে হোক জীবন আলোচিত।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
প্রলয় নয়, আসুক নব আশার বার্তা,
হৃদয় ভরে দিক আনন্দ, সেবা, মানবতার ছোঁয়া।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
আস হে মানবতা, আস হে প্রজ্ঞার দীপ,
রাওনাট গ্রামে বাঁধুক নব আশা-সেতু।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
শিশুরা হাসুক মাঠে, বৃদ্ধেরা বলুক প্রেরণা,
প্রতিটি ঘর হোক আলোর দীপে উজ্জ্বলিত।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
বন্ধন ফাউন্ডেশনের রক্তিম প্রভাতে,
সেবা-সংগীত বাজুক প্রতিটি হৃদয়ে।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
প্রতিটি মানবিক প্রাণ হোক আহ্বান শুনে,
নতুন দিগন্তে ছড়াক শিক্ষা, সেবা, মানবতার ঝড়।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
চল হে বন্ধন, চল হে আশা,
রাওনাট গ্রামে জাগুক নবচেতনা, নব জ্বালা।
তোরা সব যোগ দে!
তোরা সব যোগ দে!!
------------------------------------------------------
১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।