বন্ধনের ডাক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বন্ধনের ডাক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
বন্ধনের ডাক! ওই ডাকছে ওই ডাক, বন্ধন তোদের!
আয় তোরা আয় মানব সেবায় এই নিখিলের তর।
শিক্ষার আলো দে ছড়িয়ে আঁধার মানবের প্রাণ,
তরুণেরা আজ মাদকের গ্রাসে মরিছে অকাল অশ্রুর ধারাণ।
থাকব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে,
আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চূড়ে।
আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে,
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে।
কেমন করে বীর ছুটে চলেছে মানবিক আশা হাতে,
কেমন করে জানায় বঞ্চিত হৃদয় আকাশে তার ব্যাথা।
হাত বাড়িয়ে ধরছে সে অনাথের, বয়স্কের পাশে,
দুঃখের গহীনে আলো জ্বেলে দিচ্ছে প্রভাতের আভাসে।
শহর গ্রাম, দিগন্তের ধারে, নদী পাহাড়ের পারে,
যেখানে নিরাশা, সেখানে পৌঁছায় সে প্রাণ-সতরে।
যেখানে মাদক নিপীড়ন করে যুবকের কুঁচকে যায় জীবন,
সেখানে সে যায়, দেয় শিক্ষা, মুক্ত করে হৃদয় জন।
তরুণের হাতে তুলে দেয় আত্মবিশ্বাসের দ্যুতি,
ছিঁড়ে ফেলে বন্ধনের শিকল, দেয় স্বপ্নের গতি।
যেখানে দারিদ্র্য সিক্ত করেছে শিশুর পাতা,
সেখানে সে বোনা দেয় আশা, করে জীবনের আড্ডা।
বন্ধনের ডাক! ওই ডাকছে ওই ডাক, তোরা শোনো,
এই মানবতার নদীতে যাত্রা করো, জ্বলো।
শোনো কাঁদছে এই ভুবন, রোদ-ছায়ার মাঝে,
তুমি এগিয়ে চলো, বানাও উজ্জ্বল মানবের উৎসবের তালে।
যেখানে অশ্রুর ঝড়, সেখানে সে দেয় শান্তির বাঁশি,
যেখানে নিরাশা, সেখানে সে দেয় নতুন দিশা।
প্রতিটি হৃদয়ে জন্মায় আশা, মানবিক ভালোবাসা,
যেন বন্ধন হয় না শিকল, হয় মানুষের প্রানের ছায়া।
আসো বন্ধন! এগিয়ে চলো মানবতার পথে,
শিশু-বৃদ্ধা, তরুণ-বনেদ্রি সবাইকে শিখাও মানব প্রেমে।
মাদকের গ্রাসে থাকা জীবনকে দাও মুক্তির গান,
প্রতিটি মানবকে দাও শিক্ষার আলো, আলোয় ভরা প্রাণ।
বন্ধনের ডাক! ওই ডাকছে ওই ডাক, বন্ধন তোদের!
মানবিক দৃষ্টিতে এগিয়ে চলো, বানাও জীবন নতুন স্বরে।
--------------------------------------------------------
১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।