প্রিয় ফুল তুলতুল
- মোঃ নাসির উদ্দীন

দিনের শেষে যখন ক্লান্ত হই, ঘরে ফিরি আমি,
দেখি সে বসে আছে, চোখ দুটি নরম আর দামি।
এক কোণেতে নীরব থাকে, তবু যেন মন টানে,
তার ভালোবাসা আছে আমার প্রতিটি ক্ষণে।
সে তো কথা বলতে জানে না, জানে শুধু মিউ মিউ ডাক,
আদুরে আবদারে তার, কত মিষ্টি আহ্বান থাক।
কোলে বসতে চায়, গা ঘষে দেয় আলতো করে,
তার উষ্ণতা যেন সব চিন্তা ভুলিয়ে দেয় ভরে।
খাবার নয় শুধু তার একমাত্র আশা,
সে তো খোঁজে নিরাপদ একটি বাসা।
যেখানে পাবে সে স্নেহের পরশ,
মনের গভীরে জমিয়ে রাখে তার সরস হরষ।
কখনও বা দূর থেকে চেয়ে থাকে স্থির,
যেন তার চোখে আছে নীরব এক আশীর।
এই নির্বাক প্রেম, এ কেমন মায়া,
বুঝিয়ে দেয়, সে আমার পরিবারের ছায়া।
সে বোঝে আমার মন খারাপ হওয়া,
চুপ করে পাশে এসে বসে, সাান্ত্বনা দেওয়া।
তার এই ছোট্ট হৃদয়ে কত যে মমতা,
সে যেন নীরব বন্ধু, জীবনে ভরসা।
এই তুলোর মতো নরম, ছোট্ট প্রাণী,
দিয়ে যায় এমন গভীর এক প্রেমের বাণী।
তার সারল্যে ভরা ভালোবাসা, নেই তাতে ভুল,
সে আমার ঘরের কোণের সবচেয়ে প্রিয় ফুল।


১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।