মহাগ্রন্থ
- অথই মিষ্টি

‎শ্রেষ্ঠ কিতাব আল-কোরআন
‎সৃষ্টি শ্রেষ্ঠ নবীর উপর
‎এই কিতাবকে যে আঁকড়ে ধরবে
‎আলোকিত হবে তার কবর।

‎মানব জাতির হিদায়তের সঠিক পথ
‎সু-নির্দিষ্ট আছে এই কিতাবে
‎ইসলামের পথে চলবে আর খোঁজ করবে
‎সেই এর আলো পাবে।

‎পবিত্র কোরআন দেখায় আলোর পথ
‎জীবন করতে উজ্জ্বল
‎ইমান মানে অন্তরের দৃঢ় বিশ্বাস
‎শক্তিশালী হয় দূর্বল।

‎মহাগ্রন্থ আল- কোরআন
‎রহমতে পরিপূর্ণ
‎মুহাম্মদ সা. হলো শ্রেষ্ঠ নবী
‎আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম।


১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।