আমি ক্লান্ত সৈনিক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি ক্লান্ত সৈনিক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************************
আমি ক্লান্ত সৈনিক!
রক্তে এখন ক্লান্তির ঢেউ, তবু বুকের ভেতর আগুন জ্বলে,
যুদ্ধ শেষ হয়নি—শুধু সূর্যের মুখ হারিয়ে গেছে ধোঁয়াশার তলে।
চারদিক অন্ধকার, অশুভের ছায়া নিঃশব্দে হাসে,
তবু আমি দাঁড়িয়ে আছি—বুকে ক্ষতের চিহ্ন, চোখে এক শেষ আশে।
আমি ক্লান্ত সৈনিক!
বুকে আছে পরাজয়ের দাগ, হাতে ফসকে গেছে পতাকা,
বাংলার প্রান্তরে শত্রুরা গেঁথেছে তাদের বিষাক্ত আঁকাবাঁকা।
চেয়েছিলাম এক আলোকিত ভোর,
যেখানে শিশিরে ধোয়া মুক্তির গান—
কিন্তু আলো এলো না, এলো কেবল ধুলো ও ক্রন্দনের মান।
আমি ক্লান্ত সৈনিক!
বিবেকের দরজায় কড়া নাড়ে অপরাধবোধ—
বলছে, “তুমি কেন থেমে গেলে?”
আমি শুধু চোখ নামাই, বলি—
“আমি চেষ্টা করেছিলাম, হে আলোকদেব,
কিন্তু অন্ধকার ছিল অনেক গভীর।”
আমি ক্লান্ত সৈনিক!
বুকের ভেতর বাজে বিদীর্ণ পতাকার শব্দ,
হাতে নেই অস্ত্র, শুধু এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে মাটির গর্ভে।
তবু মনে হয়—এই মাটি একদিন জাগবে,
এই রক্তেই ফুটবে নতুন সূর্য,
যে সূর্যকে আমি চোখে দেখিনি,
কিন্তু হৃদয়ে এখনও বয়ে চলেছি নীরবে।
আমি ক্লান্ত সৈনিক!
কাপাসিয়ার আলো আজ দূর স্বপ্নের মতো,
কান পেতে শুনি—মায়ের কণ্ঠে প্রার্থনার সুর।
হয়তো আমি ফিরে যাব না,
তবু কেউ একজন এগিয়ে আসবে, আমার পতাকা তুলে নেবে,
বলবে—“এই সৈনিক ঘুমিয়েছে, কিন্তু যুদ্ধ থেমে নেই!”
আমি ক্লান্ত সৈনিক!
আমার চোখে অন্ধকার, কিন্তু হৃদয়ে জ্বলছে প্রদীপ,
ভাঙা দেয়ালের ওপারেই আছে সেই আলো—
যা একদিন বাংলার প্রতিটি ঘরে ছড়িয়ে পড়বে।
আর আমি, ক্লান্ত হলেও,
অমর থাকব প্রতিটি জাগরণের সুরে—
যেখানে এক তরুণ বলবে দৃপ্ত কণ্ঠে—
“আমি ক্লান্ত নই, আমি জেগে আছি!”
আমি ক্লান্ত সৈনিক...
তবু আমার স্বপ্ন অম্লান—
অশুভ শক্তি যতই ঘিরে ধরুক,
আলোর জন্য লড়াইটা চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত।
---------------------------------------------------------
১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।