রূপসী বাংলার হৃদয়
- মোঃ নাসির উদ্দীন

বরিশাল যেথায়, বাংলার সে শস্যক্ষেত্র নাম,
আমড়া ফলে, মিষ্টি সুবাসে, জুড়ায় সকল গ্রাম।
বক্ষে ধরে কীর্তনখোলা, বইছে শীতল জল,
শাপলা বিলের লাল আভা, করে ঝলমল ঝল।

গজনী দীঘি, দুর্গাসাগর, শান্ত পুকুর পাড়,
গুটিয়া মসজিদ শোভা ছড়ায়, দৃষ্টি মনোহর।
ঐতিহ্যের সাক্ষী দেখো, লাকুটিয়া জমিদার বাড়ি,
বিবির পুকুর ধারে ভিড় করে, যত নর-নারী।

হিজলার বরদা বাবুর মঠ, প্রাচীন সে এক স্থান,
বরিশালের বুকে আজও সে, রেখেছে আপন মান।
পটুয়াখালী তার রূপ মেলে, ইলিশ সেথায় রাজা,
সামুদ্রিক মাছের সম্ভার, সাজানো নানা সজ্জা।

ভোলা হল বিচ্ছিন্ন দ্বীপ, নারিকেলের বন,
মহিষের দুধের দই, স্বাদে টানে সবার মন।
বরগুনা যেন এক ছবি, প্রাকৃতিক সৌন্দর্য ভরা,
নৌকা চলে, নদীপথে তার, মুগ্ধ পথিকেরা।

ঝালকাঠিতে দেখো ভিড়, ভাসমান বাজার হাসে,
নদী-জলে সে বেচাকেনা, লবণ, আটা পাশে।
পিরোজপুর, ফলের সে স্থান, আমড়া প্রধান ফল,
সফেদা, পেয়ারা, সুপারিতে, মন ভরে ঝলমল।

এই ছয় জেলার ঐশ্বর্য নিয়ে, এই বঙ্গের নদী,
এ আমার বরিশাল বিভাগ, গর্ব করে সবি।


১৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।