রূপালি গিটার
- যুবক অনার্য

দীর্ঘ ১২ বছর পর রিং বেজে উঠেছিলো : চলো বদলে যাই
- সেই তুমি কেনো হয়েছিলে এতটা অচেনা এতটা বহুদূর

: যেটুকু ছিলো অপরাধ তুমি ক্ষমা ক’রে দিয়ো

- ভাঙনে শিল্পের ক্ষত নিয়ে একদিন বোলেছিলে - তুমি আমার

: পাঁজরে পুষ্পের ঘ্রাণ শুঁকে বোলছি শোনো - আমি তোমার

- ফেলে আসা সেই সব দিনগুলো - কী-বোর্ডে ঝড় তুলে - চলো ভুলে যাই

: ধ্রুপদি কষ্টগুলো দু’হাতে সরিয়ে পিয়ানোর স্পর্শে কেঁপে ওঠা জোনাকির মতো চলো বদলে যাই

আমরা বদলে গিয়েছিলাম -১২ বছর পর রূপশ্রী আমার কাছে ফিরে এসছিলো

যে-গিটার রূপশ্রীকে আমার কাছে ফিরিয়ে এনেছিলো
আমাকেও ফিরিয়ে নিয়েছিলো রূপশ্রীর কাছে
আজ সেই রূপালি গিটারখানি নেই

বাচ্চুদা, অশ্রু গোপন ক’রে রাখতে বোলো না আমায়।।

[বিঃদ্রঃ আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেনো এত অচেনা হলে’ গানটি শুনে এক দস্পতির দীর্ঘ ১২ বছর বিচ্ছেদের পর পুনরায় মিলন ঘটেছিলো। বাচ্চুদার আকস্মিক প্রয়াণে সেই দম্পতিকে খুব মনে পড়ছিলো। জানি আমার মতন তারাও আজ শোকার্ত - বুকের মধ্যে জমে আছে বিদগ্ধ হাহাকার। কাঁদছে রূপালি গিটার!]


১৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।