আমরা শোকাহত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমরা শোকাহত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে,
নীরব বাতাসে ভেসে যায় বিদায়ের সুর।
কাপাসিয়ার আলোচিত সন্তান, প্রিয় খোকন ভাই,
হঠাৎ চলে গেলেন, হৃদয় ছেদ করে শূন্যতা।
পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব,
দ্বিতীয় জানাজা চাঁদপুরের চান্দুনে,
হাজারো চোখে অশ্রু, হাজারো হৃদয়ে ব্যথা,
দল-মতের ঊর্ধ্বে, শ্রদ্ধায় মিলল সকল মানুষ।
দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিলেন আদর্শের পথে,
অন্যায়, দুর্নীতি কখনো স্পর্শ করতে পারেনি তাকে।
সকলের প্রিয় খোকন ভাই প্রমাণ করলেন,
রাজনীতি হতে পারে সত্য, মানবতার দীপ।
বীর মুক্তিযোদ্ধা বেনু ভাইয়ের সঙ্গে আলাপচারিতায়,
জানা হলো অজানা গল্প, সাহসিকতার কাহিনী।
হে আল্লাহ! জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও তাকে,
আমাদের স্মৃতিতে বেঁচে থাকো চিরকাল, প্রিয় খোকন ভাই।
----------------------------------------------
১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।