হে মহান আল্লাহ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে মহান আল্লাহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
হে মহান আল্লাহ! তুমি আলো, তুমি প্রাণ,

তোমারি নামে জাগে হৃদয়ে ঈমান!
তুমি প্রেমের দিশারি, তুমি মোর তরণী,
তুমি ছাড়া বিশ্বে নেই আশ্রয় আর কোনখানি!


তুমি চাঁদের আলো, তুমি রোদের তেজ,
তুমি পথহারা মনেতে দাও সাহসের সেজ।
তুমি রহম, তুমি নূর, তুমি দয়ার ধ্বনি,
তোমারি নামে জ্বলে জীবন ধরণী।

হে আল্লাহ! দাও শক্তি, দাও তওবা’র কান্না,
দাও নামাজে প্রেম, রোজায় প্রাণের গাঁথা।
তুমি না থাকিলে মোর কে আছে আর,
তুমি ছাড়া শূন্য এ জগৎ, অন্ধকার!

হে পরম রব, ক্ষমাশীল তুমি,
তোমারি রহমে নবীন হয় ভূমি।
তুমি দাও শান্তি, তুমি দাও জ্ঞান,
তুমি আল্লাহ! তুমি মোর ঈমান।

হে মহান আল্লাহ! তুমি আলো, তুমি প্রাণ,
তোমারি নামে জাগে হৃদয়ে ঈমান!
তুমি প্রেমের দিশারি, তুমি মোর তরণী,
তুমি ছাড়া বিশ্বে নেই আশ্রয় আর কোনখানি!

---------------------------------------------------------


১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।