মিরাজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মিরাজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

হে মিরাজের নবী, আলোর পথে তুমি,

শান্তি দাও আমাদের হৃদয় ভরা।

ফরজ নামাজ হলো, রহমতের দিশা,

সিজদায় আল্লাহর ধরা পায় প্রাণ।।



শোন শোন, ইয়া ইলাহী, আমার মোনাজাত,

তোমারি নাম জপে যেন হৃদয় দিবস-রাত।

যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা,

চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত।।



মক্কার কোল থেকে আকসার পথে, জিবরাইল সঙ্গী সাথে,

মসজিদে নবীদের ইমাম হলেন, হৃদয় জ্বলে আলোকময় রাতে।

আদমের দোয়া, ইউসুফের হাসি, ইদ্রিসের আশীর্বাদ,

মূসা কেঁদে বলিল— “তোমার উম্মত হবে ধন্য সদা।”



ইব্রাহিম বায়তুল মা’মূরে দাঁড়িয়ে, জান্নাতের দোয়া কবে,

হারুন দয়া দেখালেন, প্রেমে ডুবে নবী খোদার আলোয় ভরে।

সপ্ত আসমান অতিক্রম করিলেন, নবীরা দিলেন অভিবাদন,

সিদরাতুল মুনতাহায় নবী পৌঁছে আল্লাহর দরবার।।



পঞ্চাশ নামাজ প্রথমে ফরজ, পরে কমে পাঁচ, তবু সমান সওয়াব,

নবী ফিরে এলেন পৃথিবীতে, সকল উম্মত পেল আশীর্বাদ।

হে প্রিয় নবী! হে মিরাজ-পথিক! হৃদয় নূরে ভরা,

তোমার প্রেমে জ্বলে দুনিয়া, সিজদায় আল্লাহ ধরা।।



মুখে যেন জপি আমি কলেমা তোমার দিবস-যামী,

তোমার মসজিদেরি ঝাড়ু-বরদার হোক আমার এ হাত।

সুখে তুমি, দুখে তুমি, চোখে তুমি, বুকে তুমি,

এই পিয়াসি প্রাণে খোদা তুমি, খোদা তুমি আবহায়াত।।



হে মিরাজের নবী, আলোর পথে তুমি,

শান্তি দাও আমাদের হৃদয় ভরা।

ফরজ নামাজ হলো, রহমতের দিশা,

সিজদায় আল্লাহর ধরা পায় প্রাণ।।

------------------------------------------


১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।