মানবই প্রথম পরিচয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানবই প্রথম পরিচয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************************

হে মানব, মানবিক হও,
অন্তঃকরনে ঝাঁপিয়ে পড়ো মানব কল্যাণে।
মানুষই মানুষের জন্যে,
সাম্যের কথা কও, সাম্যের গান গাও।

কে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান-মুসলিম, তা নহে গো মানবতায়,
মানুষই প্রথম পরিচয়।
ধর্ম নহে গো এখানে বিভেদ রেখা,
কল্যাণে নহে গো বৈষম্য।

মানুষ সুন্দর, মানবতা সুন্দর,
সুন্দরতম আদর্শ নিখিলের,
হে রাসুলে খোদা!
জুলমাতে পথ দেখালে জান্নাতের।

মিথ্যার কাছে মানুষ যখন
সপেঁছিল তার সারা তনু মন,
ভাঙ্গিলে তখন নিজ হাতে তুমি
অসত্যের জাল কেটে ফেলিলে।

তোমার আলোকে মিলাল হে নবী,
অন্যায়, অবিচার।
তুমি দিলে চির বঞ্চিত জনে
মানুষের অধিকার।

এই ধরণী তল চির ভুলে ভরা,
পেল অপরূপ শান্তি পশরা,
দিলে এনে যবে খোদার কালাম
সওগাত সত্যের।

হৃদয়ে আলো জ্বালো, অন্ধকার দূর করো,
দূর করো বিভেদ, মিলনমুখী হউ।
মানবের চোখে দেখো শুধুই প্রীতি,
ভেদাভেদ ভুলে মিলো মিলনের ছায়ায়।

যদি কেউ দুঃখী, তুমি দাও সহায়,
যদি কেউ পিপাসু, তুমি দাও জলের ধারা।
মানবতার হাতে মানবতার আশ্রয়,
প্রেমের সুরে বাজুক সবারই ধারা।

সত্যের পথ ধরো, মিথ্যা দূরে রাখো,
অন্যায়ের শত্রু হউ, ন্যায়ের বন্ধু হউ।
চল মানবতার দীপ হাতে হাতে,
আলোকিত হউ বিশ্বের বুকে, পূর্ণ করো যুথ।

ভালোবাসার গান গাও, সব প্রান্তে বাজাও,
জাগাও হৃদয়, ভালোবাসা পূর্ণ করো।
মানবই প্রথম পরিচয়, মানবতার লহরী,
সকলের জন্যে মানবিকতার স্রোত বহাও।

----------------------------------------------------


২০-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।