তুমি আমার খুব কাছের
- অনিরুদ্ধ রনি
তুমি আমার এইখানটায় থাহো,
এই যে এইহানে, পিরিতে, মায়ায়, আদরে,দরদে,।
তুমি আমার এইডা টের পাইলেই ফাগুন,
না পাইলেই আ গু ন।।
তুমি এইখানে থাহো,
বুকের ভেতর আড়াই ইঞ্চি ছাতিম গাছের তলায়।
টুনটুনি পাখি হইয়া চইষা বেড়াও এডাল ওডাল।
চোক্ষু দুইডা বন্ধ কইরা যহন তোমারে দেহি,
মনে অয় তুমি আমারে তালে বেতালে নাচাও ভালবাসি গানে।
তুমি শুধু আমার এই হাওয়াডা গায়ে লাগলেই।
তপ্ত দুপুর রোদের ভেতরও শীতল হইয়া যায় বুকের জমিন।নদী হইয়া কলকলাইয়া বইয়া যাও
আড়াই ইঞ্চি বুকের বা,পাশের গহীনটায়।
পুবালি বাতাস আইয়া আমারে উড়াইয়া নিয়া যায় সুখের কাছে।
তুমি কথা কইলেই ভুল কইরা আমারে ছুইয়া দেওয়া
দুঃখ গুলান ভয় পাইয়া যায়।
তোমার কথার বাতাসে দুঃখ গুলান হাওয়াই মিঠাই হইয়া নিমিশেই নাই হইয়া যায়।
পাকা ধানের ছরায় বারি দিলে,
যেমন কইরা পইড়া যায় শিশ ছাইড়া ধান,
তেমনই তুমি হাইসা দিলেই ছুইটা যায় আমার দুশ্চিন্তার পোকা।
তুমি আমার এ-ই হানে থাহো,
যেইখানে তোমারে পাইলেই বেবাক খানি সুখ,
না পাইলেই মহামারি আকারে ছড়াইয়া পড়ে অসুখ বিসুখ।
২১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।