মসজিদের আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মসজিদের আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
মসজিদের আলো নূরুন আ’লা নূর,

আল্লাহর ঘর রহমতের হুর।
সিজদায় কাঁদে মুমিন প্রাণ,
রবের দরবারে শান্তির গান।

আল্লাহু আকবর — সালাতের নূর,
রাহে হকেতে বরকত ভরপুর।

মিহরাব-মিম্বারে জিকিরের সুর,
তাসবিহে বাজে প্রেমের নূর।
ওজুতে মুছে গুনাহের দাগ,
রুহে ভেসে যায় প্রেমের আগাগ।

দিল কা সুকুন — মসজিদ কি রাহ,
নূরে ঈমান — ইশকে খোদা কি চাহ।

আল্লাহু আকবর — সালাতের নূর,
রাহে হকেতে বরকত ভরপুর।

এই ঘর নয় রাজনীতির ময়দান,
এ ঘর তাওহিদের, ইমানের গান।
মসজিদে বেচা-কেনা গুনাহ বড়,
এখানে শুধু ইবাদতের ডোর।

মসজিদ আল্লাহর ঘর ভাই,
তাঁর নাম ছাড়া কিছু নাই।

জুতা খুলে ওজু করে ঢোকো,
হৃদয়ে নূর, মনটা শোকো।
হাসি নয়, নয় ব্যস্ত বাণিজ্য,
এ ঘর শান্তির, ইখলাস মজিজ।

আদব সে বেঁঠ, দিল কো কর সাফ,
এটাই ইবাদত, এটাই ইনসাফ।


আল্লাহু আকবর — সালাতের নূর,
রাহে হকেতে বরকত ভরপুর।

মসজিদের মিনার আলোর দীপ,
জান্নাতের পথে রাখে উঁচু নীচ।
যে ভালোবাসে এ ঘর প্রাণে,
আল্লাহ রাখেন জান্নাতের টানে।

মসজিদ দিল-এ মোমেন, খানায়ে নূর,
জিকরে খোদা, সাফায়ে হুজুর।

হে পরওয়ারদেগার, কর দাও তাওফিক,
মসজিদের প্রেমে থাকি সারাবিক।
নূরে ইমান জ্বালো হৃদয়-মাঝে,
চিরজীবন কাটুক নামাজে নামাজে।

আল্লাহু আকবর — সালাতের নূর,
রাহে হকেতে বরকত ভরপুর।

-----------------------------------------------------


২৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।