মৃত্যু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মৃত্যু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------------
আল-মাউত আসিবে একদিন — লুকাইতে পারিবে কে বল?
কুল্লু নাফসিন জায়িকাতুল — মৃত্যু তাহার কদর ফল!
জীবনের সব রঙিন রাহে — ফানাহ্র ছায়া রয়,
দুনিয়ার রঙ মিথ্যা সুখে — আল্লাহর জিকিরে ভয়।
মালাকুল মাউত আসিবে যখন — নিস্তব্ধ নিশিতে নীরব,
রূহ টানিবে সে ধীরে ধীরে — মুমিনের মুখে তাহা রব।
সালামুন আলাইকুম বলিবে — জান্নাতের দরজায় হুকুম,
যে রূহে ছিল ইখলাস নিখালস — তাহারেই রহমত নূরুম।
আল্লাহু, আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ্
রূহ উড়িবে নূরের ছায়ায়, জান্নাতে হবো রাহ্।
ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া মালিকুল মাওত!
মৃত্যুর ক্ষণে দাও ঈমান, দাও শান্তির নূর আলোক।
ওহে জালিম, কাফের দুনিয়া — মরবে তুইও একদিন,
গামারাতুল মাউতের ব্যথা — জানিবি নিশিতে হীন।
লৌহী কলমে লিখা রহে — কদরতে মাওলারের হুকুম,
আখিরাতে হিশাব দিবি — লা ইলাহা ইল্লাল্লাহ্র দুম।
হায়াত ফানি, দুনিয়া ধোঁকা — মাল-ধন কিছুই নাহি,
মাউতের পরে কবর-মাঝে — প্রশ্ন করিবে মুনকার নাকির ভাই।
রব্বি মান রব্বুক, মান দীনুক — কিসের জবাব দিবি?
নবী কে তোর? কোথায় আমল? — ও মুমিন! ভাবিয়া লিখবি।
আখিরাতের সফর লম্বা — জান্নাত বা জাহান্নাম ঠিকান,
যে আল্লাহর পথে চলিছে — তাহার জন্য রহমত জান্নাত-জামান।
ইয়াওমুল হিসাবের ভয় মনে — জিকিরে রত থাক,
মৃত্যুর আগে তওবা করো — আল-মাউতের ডাক!
আল্লাহু, আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ্
রূহ উড়িবে নূরের ছায়ায়, জান্নাতে হবো রাহ্।
ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া মালিকুল মাওত!
মৃত্যুর ক্ষণে দাও ঈমান, দাও শান্তির নূর আলোক।
---------------------------------------------
২৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।