এতিমের হক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এতিমের হক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
************************************
ভালোবাসা দাও ভাই, করো না অন্ধ!
এতিমের চোখে দেখি রহমতের ছন্দ।
আল্লাহ বলেন নিসায় সূরা,
"তাদের হক নিও না দূরা!"
জাহান্নামের আগুন গিলে,
পুড়ে সে পাপের ভীষণে।
এতিমের হক রে, হক রে, হক রে!
আল্লাহর আদেশ রাখ রে, রাখ রে!
রাসূল বলেছিলেন হে মানবতারে,
“আমি আর এতিম, জান্নাতে পারেরে।”
দুই আঙুল মিলিয়ে দেখালেন নবী,
যে রাখে এতিম, সে পায় রবি।
মাথায় রাখ মমতার হাত,
আসবে রহমতের বরকত রাত।
এতিমের হক রে, হক রে, হক রে!
রহমতের ছায়া ঢাক রে, ঢাক রে!
যে খায় এতিমের ধন,
তার পেটে আগুনের মন।
সূরা নিসায় স্পষ্ট বাণী,
ভয় কর আল্লাহ, রাখো মানি।
যে রক্ষা করে এতিমের মাল,
আল্লাহ দেন তাঁকে নূরের জাল।
এতিমের হক রে, হক রে, হক রে!
রেহমতের বৃষ্টি ঝর রে, ঝর রে!
সূরা আল-মাউনে আছে বারতা,
“যে তাড়ায় এতিম, তার নামাজ বৃথা।”
নামাজে প্রাণ নাই, নেই তো মন,
যে রাখে না দয়ার ধ্বনন।
হে মুমিন, ভালোবাসা দাও,
তাদের ঘরে আলো জ্বালাও।
এতিমের হক রে, হক রে, হক রে!
আল্লাহর পথে হাঁট রে, হাঁট রে!
রাসূল বলেছিলেন—"যে হাসায় এতিম,
তার মুখে ফুটে জান্নাতের নীম।”
যে রাখে ছায়া, দেয় আশ্রয়,
আল্লাহ দেন রহমতের পরিচয়।
তাদের দোয়া ওঠে আকাশে,
ফেরেশতা ঝরে মমতার হাসে।
এতিমের হক রে, হক রে, হক রে!
ভালোবাসা ঢালো ঢাল রে, ঢাল রে!
হে সমাজ! হে মুসলমান,
রাখিস তাদের সম্মান।
খাইও না ধন, নিও না হক,
তাদের মুখে হাসি হোক।
আল্লাহর প্রেমে দাও হাত,
তবেই খুলবে জান্নাতের দ্বার রাত।
এতিমের হক রে, হক রে, হক রে!
রহমতের সাগর ডাক রে, ডাক রে!
------------------------------------------------
২৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।