শিরোনামহীন
- অনিরুদ্ধ রনি

সযতনে এড়িয়ে যাই সতেরো নম্বর রুট
কেননা ওদিকে গেলেই মনে হয়
ফুলতোলা রুমালে চুল বেঁধে সুগন্ধি ছড়িয়ে
আজও হয়ত দাঁড়িয়ে থাকবে তুমি
খোলামেলা বাসস্ট্যান্ডে!
এদিকে হয়ত রঙধনু মেঘে আকাশ হেসে হেসে করবে আমোদ
এড়িয়ে যাবার উপায় খুঁজি
তোমায় না দেখেই খুব দেখি
চোখ বন্ধ অথচ তুমি দাঁড়িয়ে সারাটা অক্ষিকোটর জুড়ে
এড়াবার উদ্দেশ্যে ইউটার্নে ঘুরিফিরি
অথচ মন পড়ে থাকে সতেরো নম্বর রুটে

২.
হাত ধুয়ে ফেলি
নিছক অভিমান ঝেড়ে ফেলি
চলে যাই সবুজ গ্রহ ফেলে দূরে
এদিকে প্রেমিক চাঁদ দেখা দিক
এলোকেশে তুমি দাঁড়াও দিগন্তের সবটা জুড়ে
আমি অদূরবর্তী মেঘের মতই ভেসে ভেসে তোমায় দেখে হব লীন....

৩.
এরকম চারটা শুক্রবার আসুক
চারবার উঠুক বেজে শঙ্খ
পথিমধ্যে কেউ হারাক আবেগী জোছনা
আমিও কুড়িয়ে বাড়িয়ে নেই এই বেলা
পদ্যের সারি

৪.
যখন লিখব ভাবি অনাবশ্যক অভিমান ঘর বারান্দায় তোলে ঝড়
একটা সময় ছিল যখন ঝড় ভালোবেসে অরণ্যে করেছি নিসর্গের প্রেম
আজকাল ঝিঁঝি পোকার কোলাহল থেমে গেলে ঘর ভালো লাগে
একক অভিযোগবিহীন নির্জনতা ভালো লাগে
ভালো লাগে বইয়ের ভাঁজে গুঁজে দিতে বৃষ্টিবিঘ্নিত বুকমার্ক


২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।