মহামান্য সিরিজ
- অনিরুদ্ধ রনি

মহামান্য,
নদীকে বলেছিলাম আপনি দুঃখ খুঁজতে ইসলামাবাদ গেলেন
রুটি খেলেন কাবাব খেলেন
আরব সাগরের হাওয়ায় লিখলেন ইনসমনিক চিঠি।
আপনার হাতের ভেতর নদীর বাতাস
আপনি লবণ খুঁজতে খুঁজতে চলে গেলেন ঝিলম
সেই খানে বিষাদের কবর।

মহামান্য,
বিষাদ এ বছর ঘন বৃষ্টিতে দীর্ঘায়িত হচ্ছে
মড়কে পুড়ছে পুরোটা জলাভূমি
এদিকে মশক নিধন, রিলিফের চাল, পেঁয়াজ
অপ্রাপ্তির গ্রাফটা ক্রমেই পেরিয়ে যাচ্ছে ট্রপোস্ফিয়ার!

মহামান্য,
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বিষাদ চাষাবাদ করে
বাম্পার ফলনের মুখ দেখছেন এ বছরের কবিতা চাষিরা
তবুও কেউ কেউ জানায় ক্ষোভ
মাইক্রোক্রেডিটের বাঘ খেয়ে ফেলছে সব প্রেমের কবিতা
এবং প্রেম ধর্ষিত, অভিশপ্ত, প্রবঞ্চিত একটি মিথে পরিণত হলে
এ যুগের সাইকোপ্যাথরা জলপাই তেলে আবেগ ভেজে খায়!

মহামান্য,
ভড়ং ছাড়ুন! কৈলাশ, কেদারনাথ, মুলতান ছেড়ে
এবার আসুন যমুনায়
ভাত ডালের হিসাবি কবি
বিষাদের লবন ছিটিয়ে এইবার লিখুন তো----অস্তগামী জনপদের একটি ভোগবাদী গল্প!!


২৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।