কাপাসিয়ার আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কাপাসিয়ার আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************************
নাম ও পরিচয়
---------------------------
মরহুম কামরুল ইসলাম চৌধুরী মোখলেছ মিয়া
বাড়ী: মৈশন মিয়া বাড়ী, কাপাসিয়া, গাজীপুর।

পেশাগত জীবন
----------------------------
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD) ছিলেন।

অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (GM) পদে দায়িত্ব পালন করেছেন।

ধর্মীয় ও সামাজিক দায়িত্ব
--------------------------------------
ঢাকা রামপুরা ওয়াবদা মাদরাসা ও মসজিদের সভাপতি ছিলেন।

কাপাসিয়া উত্তর খামের ঈদগাহ মাঠের সভাপতি ছিলেন।

মৈশন মিয়া বাড়ী জামে মসজিদের সভাপতি ছিলেন।

সমাজের প্রতি অবদান
---------------------------------------
জীবদ্দশায় কাপাসিয়া এলাকার বহু মানুষকে ব্যাংক খাতে চাকরির সুযোগ করে দিয়েছেন।

ছিলেন সমাজসেবক, সাহায্যপ্রবণ ও মানবিক একজন ব্যক্তিত্ব।

পরিবার
----------------------------
দুই পুত্রের জনক ছিলেন।

বড় ছেলে মাজহারুল ইসলাম চৌধুরী সুমন মিয়া, ঢাকায় একটি ব্যাংকে কর্মরত।

ছোট ছেলে রাকিবুল ইসলাম চৌধুরী ইমন মিয়া, সি.ডি.বি.এল (CDBL), ঢাকা-এর মহাব্যবস্থাপক (General Manager) পদে আছেন।

******************************************************************

কাপাসিয়ার আলো
-------------------------------------

কাপাসিয়ার গর্ব তুমি, আলোর দিশারী,
মোখলেছ মিয়া নামটি রবে চিরদিনের ভারী।
সততার শপথে গড়া, কর্ম ছিল ধর্ম,
মানবসেবায় পেয়েছিলে তুমি জীবনের মর্ম।

আলো তুমি, প্রেরণা তুমি, সেবার মশাল হাতে,
জীবনের পথে রেখেছ দিশা— সত্যেরই সাথে।

অগ্রণী ব্যাংক, মিউচুয়ালের আকাশে তুমি জয়,
ব্যাংকিং জগতে আনলে তুমি নৈতিকতার উদয়।
পরিশ্রমে গড়া তোমার নাম, দীপ্তিতে মহান,
ব্যবস্থাপনায় ছিল প্রজ্ঞা, করুণারই জ্ঞান।

চাকরি দিলে বেকার তরুণে, হাসি ফুটলো মুখে,
তোমার নামে কৃতজ্ঞতা বাজে দেশের দুখে।

ওয়াবদা মাদরাসা-মসজিদে বাজে তোমার স্মৃতি,
সভাপতির চেয়ারে বসে দিতেন আলোর প্রীতি।
ঈদগাহ মাঠে তুমি ছিলে মিলনের প্রতীক,
মৈশন মসজিদের মিনারে গেয়ে— আল্লাহু মহান সঠিক।

মসজিদের ছায়ায় থাকুক তোমার দোয়া,
নূরের আলোয় ভরে উঠুক দুনিয়া মোয়া।

সাহিত্যে ছিল মমতা, বিজ্ঞানে অনুসন্ধান,
দেশপ্রেমে ছিল তোমার রক্তে উজ্জ্বল গান।
তাজউদ্দিনের সহচর তুমি, মুক্তিযুদ্ধের সাথি,
বিপ্লবী চেতনায় দীপ্ত, চিরসাহসী নাথী।

দেশের তরে কাজ করেছো, সত্যের দিশারি,
তোমার মতো মানুষ রবে যুগে যুগে ভারী।

দুই সন্তান তোমার গর্ব, আলোয় দীপ্ত প্রাণ,
সুমন আছে ব্যাংকে সেবা, ইমন নেতৃত্ব দান।
সি ডি বি এল-এ উজ্জ্বল নাম, গর্ব পিতার ঢেউ,
তোমার আদর্শে হাঁটে ওরা— স্বপ্নেরই সে নেউ।

পিতার আশীর্বাদ রবে চিরদিন পাশে,
তোমার নামেই গর্ব জাগে সন্তানের হাসে।


আজ তুমি নও, তবু বাজে নাম ধরণীর বুকে,
দোয়া করি— থাকো শান্তি জান্নাতের সুখে।
নূরের বাগানে হোক তোমার চির বিশ্রাম,
আল্লাহ দিক ফেরদৌস মঞ্জিল, রহমতের সালাম।

আমীন বলি সকলে মিলে, দোয়ার ভাষা এক,
কাপাসিয়ার আলো তুমি— চির নক্ষত্র রেখ।

হে মহান আল্লাহ,
মরহুম কামরুল ইসলাম চৌধুরী মোখলেছ মিয়া সাহেবকে
জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
তাঁর কর্ম, দান, দোয়া ও মানবসেবার প্রতিদান দিন অনন্ত শান্তিতে।
আমীন।

-------------------------------------------------------------


২৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।