Mirror Image তুমি কিংবা আমি
- অনিরুদ্ধ রনি

আমি মাঝে মাঝে তোর মত হই
তোর মত খাই দাই ঘুমাই
তোর জুতো পায়ে ঘুরে বেড়াই এদিক ওদিক
তোরই মত চাঁদের পিঠে শুয়ে শুয়ে জোছনা দেখি
শাড়ির আঁচল ফেলে রাখি মেঘমালায়
কখনো বৃষ্টির সাথে মিশে মিশে ঝরে পড়ি
অলিন্দে বাগানে
ঝাড়বাতি মেখলায়
হেমন্তের শিশিরে শিশিরে মিলিয়ে দেই অনিদ্রা

আমি মাঝে মাঝে তোর মত হই
গলা ছেড়ে গান গাই কর্মব্যস্ত শহুরে দালানে
লোকে পাগল ঠাউরে কটাক্ষ করলে
নির্মম অট্টহাস্যে কাঁপিয়ে দেই দুপুরের খর রোদ
সেও ঠিক তোরই মত

আমার এই রকম তুই হয়ে ওঠা
মাঝে মাঝে নেশা ধরিয়ে দেয় জানিস?
বছর গুলো নিরুত্তাপ উদাসীনতায়
জমিয়ে জমিয়ে পকেট ভারী করলেই ফুটো করে দেই আজকাল
গণনায় ভুল করি
কমিয়ে দেই নির্বিচারে জীবনের সময়সীমা
পঁচিশ বছর তিন মাস তেরো দিনের তোর মত
চোখ জ্বালিয়ে দেই অঙ্গারে
আগুন ধরিয়ে দেই বায়ুযন্ত্রে
তারপর ঠিক তোর মত
একদম তোরই মত ভেসে ভেসে মিলিয়ে যাই
অনার্য এক সন্ধ্যায়....


২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।