এসো হে মুমিন, মসজিদ ঘরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এসো হে মুমিন মসজিদ ঘরে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************************

এসো হে মুমিন, মসজিদ ঘরে, নূরের বাতাস বইছে আজ,
রহমতের ছায়া ডাকে তোমায়—খোদার প্রেমে রাখো না লাজ।
আযান যখন ভাসে গগনে, কাঁপে মাটি, কাঁপে প্রাণ,
চলো ভাই, নামাজে দাঁড়াও, তাওহিদের তাজে হোক গান।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!

“হাইয়া ‘আলাস্ সালাহ্” — ডাকে ফেরেশতা, ঝরায় নূরের ধার,
রহমতের বৃষ্টি নামে ধরণিতে, জেগে ওঠে মসজিদদ্বার।
সিজদার মাটিতে পড়ে যে মাথা, তার কপালে নূরের দাগ,
তাসবিহে বাজে প্রেমের সুরে—লা ইলাহা ইল্লাল্লাহর রাগ।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!

তিলাওয়াতে কুরআন শোনো, রুহে নামে সাকিনাত,
আয়াতেতে হিকমতের আলো, জাগে অন্তরে বরকাত।
“আল-হামদু লিল্লাহ” ধ্বনি তোলে, কাঁপে দুনিয়া–আসমান,
নূরের জোছনায় ভরে ওঠে, প্রতিটি মুমিনের প্রাণ।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!


যিকিরে ভরে মসজিদ ঘর, তাসবিহে গায় ভালোবাসা,
“সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ”—এতেই আছে নিঃশ্বাস ভাসা।
রাতের নীরব তাহাজ্জুদের সুরে, ফেরেশতা নামে ছায়া,
খোদার দরবারে ঝরে অশ্রু, তাওবাতেই মেলে মায়া।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!

দান করো ভাই সাবিলিল্লাহ, মেহরবানি করো দুঃখির প্রতি,
সদকার নূর জ্বালো অন্তরে, রহমত নামুক এই ভূতলে ত্রিতি।
যে দেয় খোদার পথে দান, সে হয় জান্নাতি প্রাণ,
তার নাম লিপিবদ্ধ থাকে ফেরেশতার দোয়ার কিতাবে মহান।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!

নবীর নাম নাও হৃদয়ে ভাই—মুহাম্মদ (সা.)-র প্রেমে জ্বলো,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—এই নূরেই চিরকাল চলো।
তাঁর চরণে শান্তির ধারা, তাজা ফুলের ঘ্রাণ,
দরুদে জপো প্রাণ খুলে ভাই, মেলে জান্নাতের সন্ধ্যান।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!

ফজর থেকে ইশা পর্যন্ত, সালাতে রাখো মন,
জিকিরে কাটুক প্রতিক্ষণ, দো’আয় ভিজুক জীবন।
আখেরাতে দেবে খোদা—রিদওয়ান ও জান্নাতের দর,
মসজিদের ছায়ায় পাই যে শান্তি, সেটাই দুনিয়ার পর।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!

রুহে কুরআনের তেলাওয়াত, দিলে নবীর দরুদ,
মসজিদের ছায়ায় পাই যে শান্তি—সেখানেই জান্নাতের সুউদ।
ইমান, তাকওয়া, সাবর, শোকর—এই চার ফুলে ভরে প্রাণ,
আল্লাহর প্রেমে ভিজে উঠুক, তোমার প্রতিদিনের সন্ধ্যান।
আল্লাহু আকবার! সুবহানাল্লাহ!
---------------------------------------------------


২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।