পরিমিত হোক কথা
- মোঃ নাসির উদ্দীন
শোনো প্রিয়া মোর কথা, হৃদয়ের এই
ক্রোধ কভু বাড়া ভালো নয় গো, নই।
লবণ সে খাবারের মান রাখে বেশ,
বেশি হলে সব স্বাদ হয় যে নিঃশেষ।
কথাবার্তা বলি যবে হাসি-খুশি মনে,
রাগ যেন ঝিলিক দেয় ক্ষণিকের কোণে।
সেটুকুতে মান বাড়ে, রুচি জাগে তাতে,
বাকি সব ভালোবাসা জোছনারি রাতে।
তোমার ঐ চোখের তারায় সুখের যে ঢেউ,
প্রেম ছাড়া কিছু আমি চাই না তো কেউ।
স্বরবৃত্তে গান বাঁধি তোমায় যে ভেবে,
প্রাণ ভরে বাঁচি যেন তোমাতে ও সবে।
এসো তবে হাতে হাত রাখি আজ প্রিয়া,
ক্ষোভ-রাগ দূরে ঠেলে হাসি শুধু দিয়া।
পরিমিত হোক সব ভালো হোক তবে,
অবিরাম প্রেম-স্রোতে জীবন যে রবে।
২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।