খটাশ
- বাপন মান্না
সমাজে এমন এক খটাশ আছে,
যে পছন্দ করে মুরগির নরম মাংস
যে ঘোরে প্রকাশ্য দিবালোকে,
কখনো বা রাতের আঁধারে,
সে অপেক্ষা করে তার নিয়মিত শিকারের জন্য।
সাধারণ লোক অনেক যত্নে, ভালোবাসায়,
অনেক স্বপ্নে, অনেক আশায়
লালিত করে তাদের গৃহে
তাদের মুরগিকে।
কিন্তু সেই মুরগি যদি নিজের খাবারের সন্ধানে
বের হয় তার বাসা থেকে
শিকার হয়ে যেতে হয় ধর্ষকরূপী খটাশের।
সমাজের নিকৃষ্টতম প্রাণী মুরগি পায় না যোগ্য বিচার,
খটাশ আবারও খুঁজতে থাকে নতুন শিকার।
২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।