বিরহ আচ্ছাদনে গাঁট ছাড়া
- তানজির উদ্দিন - খেলা ও আর্তনাদসম

বিরহী চিত্ত জানে দিক ভোলা তীর্থের অভিগমন
এবং বিরহীনী রূপ জানে অস্থির বিড়ম্বনা ,
বিরহী চিত্তের খালাসে ঐন্দ্রজালিক তিলোত্তমায়
হাপিত্যেশে বিরহীনী মধুময় লাবণ্যে ।

পিয়াস জানায় দূর পথের ক্লান্ত অভিমানী
পথের অভিমানী
ঐশ্বরিক অনুভবে নেশা জাগায় এখনো ।
অভিমানে ঘর বাসন কোসন নৈমত্তিক তৈজসপত্র
তুলি দিয়ে বেহারার ঘাড়ে
চিন্তামুক্ত অজাত বিরহিনী অযাচিত অভিমানে ।
রং তেষ্টায় ছাতি ফাটে বলে
হু হু করা বর্ষণ দিনের পবন দোলায়
অভিমান দিগম্বরের জটায় লুকায়
হেন পবনে বিরহ সত্ত্বায় ।

চাদর মুড়ি দেয় আস্তাবলের প্রাণীরা
ভিনদেশীয় দু যাত্রিক একত্রিত হয়ে
গাঁট ছাড়া উন্মাদনা জাগিয়ে তোলে
নীলাভ রক্তের পরিসরে এবং উত্‍কট
ও বিকট আচ্ছাদনে ।


.
.
.
.
বিরহ আস্তাবলে গাঁট ছাড়া
.
.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।