অভিরূপ
- অনিরুদ্ধ রনি
আচ্ছা অভিরূপ,
তুমি আসো না কেন..?
কতদিন হয়ে গেল তোমার সাথে কথা হয় না!
খুব একলা লাগে জানো?
কি বিষন্ন মনটা!
সেই যে গেলে আর আসার কোন নাম গন্ধ নেই।
তোমার কি অামায় মনে পড়ে নাহ..?
জানো আমার রোজ নিয়ম করে তোমায় মনে পড়ে!
আচ্ছা আমাকে মনে পড়লে তুমি কি করো..?
আমার যখন তোমার কথা খুব করে মনে পড়ে, তখন কি করি জানো...?
ঐ অাকাশের দিকে তাকিয়ে থাকি
ঐ লক্ষ কোটি মাইল দূরের অাকাশ অামায় বুঝতে পাই!
ঐ দূর অাকাশের তারারা অামায় শুনতে পায়।
শুধু তুমি ই বুঝতে পাও নাহ
তুমি ই শুনতে পাও নাহ!
এই শোন!
তোমার সাথে না অামার অনেক গল্প করার অাছে!
ঘুম তাড়িয়ে শিশির ভেজা ঘাসগুলো সূর্যের অালোতে মুক্তাবিন্দুর মত জ্বলজ্বল করে, সে সব গল্প করার অাছে!
জানো কবুতর গুলা
খুব সুন্দর সুন্দর দুটা বাচ্চা দিছে,
সে সব গল্প বলার অাছে!
ভোর বেলা থেকে শুরু করে সন্ধ্যা নামার খানিক অাগে যে বাড়ি ফিরতে হয়, সে সব গল্প বলার অাছে!
গল্প জমতে জমতে যে বুকের ভেতর গল্পের পাহাড় তৈরি হয়েছে, সে সব গল্প অামি কাকে শুনাব....?
গল্পগুলো অামি মনের ডায়েরিতে সাজিয়ে রেখেছি,
বলার মত কাউকে পাইনা।
অার কে ই
বা শুনবে অামার এলোমেলো, অগোছালো, মনগড়া, খামখেয়ালি গল্প গুলো, তোমার মত এত অাগ্রহ নিয়ে?
আচ্ছা অভিরূপ,
তুমি অামায় ভালোবাস না কেন...?
২০১৮
২৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।