হোক মৃত্যু
- অনিরুদ্ধ রনি
নিভৃতে নিরবে হোক মৃত্যু,
একাই ভোগ করবো মৃত্যুর প্রাপ্তি।
কেউ যেন হঠাৎ কবর দেখে আঁতকে উঠে।
কেউ বলুক লাশটাকে শেষবার দেখলাম না।
কেউ দীর্ঘশ্বাস ছেড়ে বলুক,
কষ্টিপাথরের হৃদয় ছিলো।
কেউ একজন অনুভব বলবে, এই জায়গায় সে নেই।
কিন্তু একমাত্র একজনই বলবে পুরো-
জীবনে আমাকেই ভালোবেসেছিল।
২০১৬ পান্থপথ, ঢাকা।
২৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।